রাজ্য বিভাগে ফিরে যান

ক্ষুব্ধ শরিক দল, বাম-কংগ্রেস জোট বিশ বাঁও জলে

November 30, 2020 | < 1 min read

সর্বসম্মতভাবে বামেদের সঙ্গে জোট করেই বিধানসভা ভোটে লড়ার পক্ষে রাহুল গান্ধীর কাছে সওয়াল করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এতে খানিকটা হাঁফ ছেড়ে বেঁচেছে সিপিএম। কিন্তু শনিবার তাদের সেই স্বস্তি বিঘ্নিত হওয়ার ইঙ্গিত দিয়েছে ফরওয়ার্ড ব্লক। সিপিএম’ (CPM) কে স্পষ্ট বলেছে তারা, কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা করতে হবে শুধুমাত্র বামফ্রন্ট হিসেবে। অধীর চৌধুরীরা এই আলোচনা একা সিপিএমের সঙ্গে সেরে নিতে চাইলে, সেই রাজনৈতিক অসম্মান তারা মানবে না। মৃদু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, প্রয়োজনে তাঁরা বিকল্প পথেরও সন্ধান করতে পারেন। দলের শীর্ষস্থানীয় নেতা হাফিজ আলম সাইরানিরও তাই মত।

বাম শিবিরের খবর, কংগ্রেস (Congress) নেতৃত্বের সঙ্গে দিন কয়েক আগে সিপিএম-সহ বামফ্রন্টের প্রধান চার শরিক দলের শীর্ষকর্তাদের দু’বার আলোচনা হয়। কিন্তু আসন ভাগাভাগির কথাটা কোনওবার হয়নি। তবে, আসন বাটোয়ারার ব্যাপারে অধীরবাবু আকারে-ইঙ্গিতে নাকি শুধু সিপিএমের সঙ্গেই কথা বলতে আগ্রহী। অভিযোগ ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের। ২০১৬ সালের ভোটে অধীরবাবু এমনই অবস্থান নিয়েছিলেন। তাতে বামফ্রন্টের ভিতরে অশান্তি হয়েছিল। এবার আগাম ফয়সালা দাবি করেছে ফরওয়ার্ড ব্লক। তারা স্পষ্ট করে নিতে চায়, কংগ্রেসের সঙ্গে সিপিএমের, না বাম শিবিরের জোট হচ্ছে? যদি বামেদের সঙ্গেই জোট হয়, তবে আসন বণ্টনের আলোচনায় ফ্রন্টের সব শরিককেই শামিল করতে হবে। বিমানবাবুরা অবশ্য ক্ষুব্ধ নরেনবাবুদের প্রতিশ্রুতি দিয়েছেন, বামেদের সঙ্গেই কংগ্রেসের জোট হবে। আসন ভাগাভাগির আলোচনায় থাকবে ফ্রন্টের সব শরিক।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Congress, #CPM

আরো দেখুন