জীবনশৈলী বিভাগে ফিরে যান

টমেটো দিয়ে দূর করুন মুখের অবাঞ্ছিত লোম

November 30, 2020 | < 1 min read

মুখের অবাঞ্ছিত লোম (Hair) দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে। প্রাকৃতিক (Natural) উপাদান দিয়ে আপনি যাই করবেন সবই নিরাপদ। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effect) নেই। মুখে অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করার ঘরোয়া সমাধানগুলো দেখে নিন :

টমেটোর রস আমাদের ত্বকের জন্য খুবই দরকারি। টমেটো (Tomato) ও লেবুর (Lemon) রস দিয়ে তৈরি স্ক্র্যাব আমাদের মুখের লোম দূর করতে সাহায্য করে।

লেবু আর টমেটো মিলিয়ে তৈরি করে নিন এক অসাধারণ স্ক্রাব (Scrub)। এর জন্য টমেটোর রস আর লেবুর রস সমপরিমাণে মিশিয়ে নিন। প্রয়োজনে তাতে ১ চামচ চিনিও মিশিয়ে নিতে পারেন। এবার এ পেস্টটি লোমের অংশে মোটা করে লাগিয়ে নিন। এভাবে ২০ মিনিট মুখে রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করুন। দেখবেন ম্যাজিকের মতোই মুখের অবাঞ্চিত লোম থেকে মুক্তি পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Life Style, #tomato

আরো দেখুন