কৃষক বিক্ষোভ – পদক ফেরাবেন প্রাক্তন খেলোয়াড়রা
পঞ্জাবের একদল প্রাক্তন শীর্ষ খেলোয়াড় এবং কোচ মঙ্গলবার ঘোষণা করেছেন, কৃষকদের আন্দোলনের সমর্থনে তাঁরা যাবতীয় পদক এবং পুরস্কার ফিরিয়ে দেবেন। বিক্ষোভকারী কৃষকদের (Farmers Protest) উপর পুলিশি নিগ্রহের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এই খেলোয়াড় এবং কোচরা এদিন জলন্ধরের প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন, কৃষকদের দাবি নিয়ে তাঁরা আগামী পাঁচ ডিসেম্বর দিল্লি গিয়ে রাষ্ট্রপতি ভবনে তাঁদের কৃষকদের প্রতি সমর্থনের কথা জানাবেন।
অলিম্পিক হকি খেলোয়াড় এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত সজ্জন সিং চীমা বলেন, ‘আমরা সবাই কৃষকদের সন্তান এবং তাঁরা গত কয়েক মাস ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। একটাও হিংসাত্মক ঘটনা ঘটেনি। কিন্তু ওঁদের দিল্লি যাওয়ার পথে জলকামান আর টিয়ার গ্যাস ছোড়া হল। আমাদের বাবা, কাকা, দাদাদের পাগড়ি যদি খুলে যায় তাহলে আমরা এই পদক আর পুরস্কার নিয়ে কী করব। আমরা কৃষকদের পাশে। আমরা এধরনের পুরস্কার চাই না এবং তাই ফিরিয়ে দিচ্ছি।’
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী কুস্তিগির কর্তার সিং, অলিম্পিকে স্বর্ণপদক তথা অর্জুর পুরস্কারপ্রাপ্ত গুরমেইল সিং এবং ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক, সোনার মেয়ে, রাজবীর কৌর। পঞ্জাবের খেলোয়াড়দের সব পদ্ম এবং অর্জুন মিলিয়ে মোট ১৫০টি পুরস্কার ফেরানো হবে বলে ঘোষণা করেন খেলোয়াড়রা।