কৃষি আইন নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
নয়া কৃষি আইনকে কৃষক বিরোধী বলে কলকাতার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার ধান কেনে না কেন্দ্র। বাংলাকে লাঞ্ছনা বঞ্চনা করছে কেন্দ্র বলেও অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ২০ টি পন্য অত্যাবশকীয় পণ্য তালিকা থেকে বাদ দিয়েছে কেন্দ্র। অত্যাবশকীয় পণ্য থেকে আলু, পিঁয়াজ, ভোজ্য তেল বাদ দিলে চলবে না।
বিজেপির (BJP) বিরূদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ওরা বাংলায় বসে বাংলার বদনাম করে। ওদের সাথে জনগণ নেই জনসংযোগ কি করবে?”
এদিন নাগরিকত্ব ইস্যু প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, সিএএ (CAA) এখনো বাতিল করেনি। সুযোগ পেলেই কাজে লাগাবে। বিজেপিকে বহিরাগত তকমা দিয়ে তিনি হলেন, রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে অপপ্রচার করছে বিজেপি। ইতিহাসকে কলুসিত করছে ওরা।
দলের কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার লাগিয়ে বলুন আমরা ক্ষমা প্রার্থী, লজ্জিত ওরা জানে না ওরা কি ভুল করছে”।