রাজ্য বিভাগে ফিরে যান

দাদার অনুগামী ফ্লেক্স ছাপছেন সিপিএম কর্মীরা, হাতেনাতে পড়ল ধরা

December 11, 2020 | < 1 min read

দাদার অনুগামী ফ্লেক্স টাঙিয়ে তৃণমূলের মধ্যে বিবাদ বাঁধানোর চেষ্টায় অভিযুক্ত সিপিএম ও বিজেপি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায়। ‘দাদার অনুগামী’ ফ্লেক্স ছাপতে দেখে মালিককে চেপে ধরেন তৃণমূলকর্মীরা। সিপিএম (CPM) কর্মী বলে এলাকায় পরিচিত ওই ব্যক্তি জানান, ২ বিজেপি কর্মী তাঁকে ওই ফ্লেক্স ছাপতে দিয়েছেন। এর পর আরও বাড়ে বিক্ষোভ। 

স্থানীয় তৃণমূলকর্মীদের দাবি, বৃহস্পতিবার সকালে তাঁরা চাঁদপাড়া বিডিও অফিসের সামনে এক ব্যক্তিকে দাদার অনুগামী ফ্লেক্স টাঙানোর জন্য কাঠের ফ্রেম তৈরি করতে দেখেন। সেই ব্যক্তি জানান পার্থ সাহা নামে এক প্রিন্টার তাঁকে এই দায়িত্ব দিয়েছেন। এলাকায় সিপিএম কর্মী বলে পরিচিত পার্থবাবুকে এর পর গিয়ে চেপে ধরেন তৃণমূল (Trinamool) কর্মীরা। কে তাঁকে এই ফ্লেক্স ছাপানোর বরাত দিয়েছেন জানতে চান তাঁরা। অনেক পীড়াপীড়ির পর পার্থবাবু স্থানীয় ২ বিজেপি কর্মীর নাম জানান।

তৃণমূলের দাবি, এভাবেই রাজ্যজুড়ে সিপিএম ও বিজেপি (BJP) মিলে তৃণমূলে বিভাজন তৈরির চেষ্টা করছে। বিজেপির কাছ থেকে টাকা নিয়ে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার – ব্যানার ছাপছে সিপিএম। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, মানুষের ভোটেই ২০২১ সালে ক্ষমতায় আসবে বিজেপি। এজন্য চক্রান্তের দরকার নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #tmc, #CPM

আরো দেখুন