রাজ্য বিভাগে ফিরে যান

আবারও অমিতের মিথ্যের জবার দিলেন নুসরত

December 12, 2020 | < 1 min read

আজ দুপুরে ফেক নিউজের জন্য বিখ্যাত বিজেপির আইটি সেলের প্রধান তথা বঙ্গ বিজেপির নিযুক্ত পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অমিত মালব্য একটি ট্যুইট করে বলেন, ২০১৭-১৮ সালে রাজ্যের জিএসডিপি ছিল ১০.৫৬ লক্ষ কোটি টাকা যা ২০১৮ সালে কমে হয় ৬.৯ লক্ষ কোটি টাকা। যার অর্থ তা ৩৪.৬ শতাংশ হ্রাস পেয়েছে।

এরই জবাব দিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তিনি বলেন, অমিত মালব্যর রিসার্চ টিম খুবই অপদার্থ। বর্তমান বাজারদর অনুসারে ২০১১-১২ সালের রাজ্যের জিএসডিপি ছিল ৫.২ লক্ষ কোটি টাকা। সেই জিএসডিপি ২০১৯-২০ সালে বেড়ে হয়েছে ১২.৫৩ লক্ষ কোটি টাকা। এর অর্থ রাজ্যের জিএসডিপি বেড়েছে ১৪০ শতাংশ।

অবশেষে তিনি অমিত মালব্যর উদ্দেশে বলেন, কোনও তথ্য তুলনা করলে একই মাপকাঠিতে ফেলে সবসময় তুলনা করতে হয়, তথ্যের অপব্যাখ্যা করতে নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#nusrat jahan, #Amit Malviya

আরো দেখুন