দেশ বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশের প্রতিবন্ধীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত

December 16, 2020 | 2 min read

২০১৯ সালের ডিসেম্বরে রাজ্যসভার অধ্যক্ষ উত্তরপ্রদেশ সরকারকে পুরস্কৃত করে প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য। মত তিনটি পুরষ্কার দেওয়া হয় উত্তরপ্রদেশকে (Uttar Pradesh) প্রতিবন্ধীদের জন্য ভালো কাজ করার জন্য।

চাঞ্চল্যকর একটি তথ্য মেলে আরটিআই থেকে। তাতে দেখা যায় ঐ রাজ্যে যত প্রতিবন্ধী আছে, তাদের মধ্যে খুব অল্প সংখ্যক সরকারি সুবিধা পেয়ে থাকেন। আরও চাঞ্চল্যকর বিষয় দেখা যায় ২০১৭ সালে অজয় সিং বিস্ট অর্থাৎ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই শতাংশ আরও কমেছে এবং করোনাকালে তা একদম তলানিতে গিয়ে ঠেকেছে।

২০১৬ সালে প্রকাশিত ডিসএবেল্ড পার্সন্স ইন ইন্ডিয়া রিপোর্টে দেখা যায় উত্তরপ্রদেশে দেশের সব থেকে বেশি সংখ্যায় প্রতিবন্ধী মানুষ আছেন। সাড়ে ৪১ লক্ষেরও বেশি এই সংখ্যা যা দেশের মোট প্রতিবন্ধীদের মধ্যে ১৫.৫ শতাংশ।

৭ই জুন করা আরটিআইয়ের (RTI) উত্তরে জানা যায় ১৮ বছরের বেশি অন্তত ৪০ শতাংশ শারীরিক সমস্যা আছে এমনদের মাসে ৫০০টাকা প্রতিবন্ধী ভাতা (Disability Allowance) দেওয়ার কথা। মাত্র ৯.৮৪ লক্ষ মানুষ এই ভাতা পেয়েছেন ২০১৮-১৯ সালে। ২০১৯-২০ সালে এই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১০.৬৫ লক্ষ। ৪০ শতাংশ বা তার বেশি শতাংশ প্রতিবন্ধীদের নকল পা বা, অন্যান্য যন্ত্রের জন্য অনুদান পাওয়ার কথা। ২০১৮-১৯ সালে এই আর্থিক সহায়তা পেয়েছেন প্রায় ৬৪ হাজার জন। সেই সংখ্যাই ২০১৯ সালে প্রায় তিনভাগ হয়ে এসে দাঁড়িয়েছে প্রায় ২৮ হাজারে।

উত্তরপ্রদেশে দৃষ্টিহীনের সংখ্যা প্রায় ৭.৬৪ লক্ষ। এর মধ্যে মাত্র ১০৪ জন ২০১৮-১৯ সালে ও ৫৫৭জন ২০১৯-২০ সালে অনুদান পেয়েছেন সার্জারির।

ছয় বছরের কম বয়সী প্রতিবন্ধী শিশুদের সবথেকে বেশি বাস করে উত্তরপ্রদেশে। দেশের ২০ শতাংশের বেশি। উত্তরপ্রদেশ সরকার একটি কর্মসূচি নেয় কোন ধরণের প্রতিবন্ধী সেটা শনাক্ত করতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার। ২০১৮-১৯ সালে এই মর্মে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৬২২জনকে এবং ২০১৯-২০ সালে ৫১২ জনকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Uttar Pradesh, #disability rights, #Ministry of Social Justice and Empowerment

আরো দেখুন