দেশ বিভাগে ফিরে যান

আগামী বছর কীভাবে হবে জয়েন্ট পরীক্ষা? জানুন বিস্তারিত

December 17, 2020 | < 1 min read

বছরে দু’বার নয়। ২০২১ সালে চারবার হবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট (মেইন) (Jee Main Exam)। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে—চার দফায় পরীক্ষা হবে। একজন পরীক্ষার্থী চাইলে চারবারই পরীক্ষায় বসতে পারবেন। যে পর্বে তিনি সবথেকে ভালো পরীক্ষা দেবেন, তার নম্বরটিই গ্রহণ করা হবে। বাংলা সহ মোট ১৩টি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) এই সিদ্ধান্ত বুধবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

প্রথম দফার পরীক্ষা হবে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি। মার্চে ১৫ থেকে ১৮ তারিখ। তৃতীয় দফায় ২৭ থেকে ৩০ এপ্রিল। আর শেষ দফায় পরীক্ষা হবে ২৪ থেকে ২৮ মে। পরীক্ষায় বসার জন্য আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। তবে পরীক্ষার ফি জমা করা যাবে ১৭ জানুয়ারি পর্যন্ত। চারবারের ফি একত্রেই জমা করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে পরে যদি কেউ বারবার পরীক্ষায় বসতে না চান, তাঁর টাকা ফেরত দেওয়া হবে। আর প্রথম দফায় বসতে না পারলেও পরের পর্বে পরীক্ষায় বসা যাবে। পরীক্ষায় ৯০টি প্রশ্নের মধ্যে ৭৫টির জবাব দিতে হবে। রসায়ন, পদার্থবিদ্যা এবং অঙ্ক—এই তিনটি বিষয়ের পরীক্ষায় দু’টি করে ভাগ থাকবে। প্রথমে ২০টি প্রশ্ন মাল্টিপল চয়েজ। দ্বিতীয় ভাগে ১০টির মধ্যে উত্তর দিতে হবে পাঁচটি। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#examination, #JEE Main

আরো দেখুন