রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে মোট করোনাজয়ী সংখ্যা পেরল ৫ লক্ষের গণ্ডি

December 18, 2020 | < 1 min read

Corona Treatment

রাজ্যের করোনা গ্রাফে আবারও স্বস্তি। আবার কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা ভাইরাসে (Coronavirus) নতুন করে আক্রান্ত ২২৪৫ জন, বুধবার যা ছিল ২২৯৩। গত ২৪ ঘণ্টায় করোনার বলি রাজ্যের ৪৪ জন, বুধবার যা ছিল ৪৪। সবচেয়ে স্বস্তির কথা হল দৈনিক সুস্থতার হারও বেড়েছে আবার। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৭৪৭ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা পেরিয়ে গেল ৫ লক্ষ। সুস্থতার হার ৯৪.৫৬ শতাংশ।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ২১১, যার মধ্যে এই মূহুর্তে অ্যাকটিভ করোনা রোগী ১৯,৫৯৭। এ নিয়ে বাংলায় (West Bengal) করোনার থাবায় মৃত্যু হয়েছে মোট ৯২৩৫। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সুস্থতার হারে আশার আলো দেখাচ্ছে বাংলা। এ নিয়ে রাজ্যে করোনাজয়ীর সংখ্যা পেরিয়ে গেল ৫ লক্ষ।

জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪২,৪৭৩টি, যার মধ্যে ৮.০৬ শতাংশ রিপোর্ট পজিটিভ। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লক্ষ ৩৮ হাজার ৯৯২। এই পরীক্ষার সংখ্যা আরও বাড়িয়ে, আরও দ্রুত করোনা রোগীকে চিহ্নিত করে চিকিৎসা শুরু করার লক্ষ্যে পরিকাঠামোর আরও উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গে।

শীতকালে করোনা ভাইরাস আরও ভয়াবহ হয়ে থাবা বসাবে বলে আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের। সেই যুদ্ধে প্রস্তুত থাকার জন্য সতর্কও করা হয়েছিল। সেদিক থেকে বাংলার করোনা পরিস্থিতি ততটা ভয়াবহ নয়। তবে এখনও সংক্রমণের শীর্ষে কলকাতা, উত্তর ২৪ পরগনা। করোনাযুদ্ধে এগিয়ে তিন জেলা – আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম। এই তিন জায়গাতেই করোনা রোগী একশোর কম। বড়দিনের আগে কি এই পরিস্থিতির আরও উন্নতি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona West Bengal, #Coronavirus

আরো দেখুন