রাজ্য বিভাগে ফিরে যান

আইপিএস ইস্যুতে পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন মমতার

December 20, 2020 | < 1 min read

চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে থাকার জন্যে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিন আইপিএস অফিসারের বদলির নির্দেশে টানাপোড়েন চলছে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে। এরই মাঝে, টুইট করে মমতাকে সমর্থন জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল(Bhupesh Baghel)। তাঁকে রিটুইট করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত(Ashok Gehlot)। রাজ্যের প্রশাসনিক কাজে নাক গলানোর জন্যে বাঘেল টুইট করে কড়া ভাষায় বিজেপি সরকারের নিন্দা করেন।

এর আগে মমতাকে সমর্থন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বিজেপির প্রতিহিংসার রাজনীতিকে কটাক্ষ করে টুইট করেন তিনি।

পাশাপাশি, কেন্দ্রকে আক্রমণ করে মমতার পাশে দাঁড়িয়েছে ডিএমকেও(DMK)। এম কে স্তালিন(MK Stalin) টুইট করে, কেন্দ্রীয় সরকারকে স্বৈরাচারী এবং যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলেছেন।

এবার এই টুইটগুলির জবাবেই মুখ্যমন্ত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখলেন, “কেন্দ্র নির্লজ্জভাবে রাজ্যের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছে। বাংলার মানুষের প্রতি সংহতি প্রকাশের জন্যে এবং দেশের ফেডারিলজম স্ট্রাকচারকে ফিরিয়ে আনার জন্যে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ”।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #arvind kejriwal, #ashok gehlot, #Bhupesh Baghel, #IPS

আরো দেখুন