রাজ্য বিভাগে ফিরে যান

ভোটের আগে নয়া ‘ডিজিটাল অস্ত্র’- শান দিচ্ছে তৃণমূল

December 22, 2020 | < 1 min read

আগামী বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে প্রচারে নামতে ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। ভোটে জেতার জন্যে একাধিক ভুয়ো ইস্যু করে প্রচার চালাচ্ছে বিজেপি। এমনটাই অভিযোগ তৃণমূলের ৷ তারই মোকাবিলায় এবার পালটা ডিজিটাল অস্ত্র হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস।

#বিজেপিসেহবেনা বা #BJPSeHobeNa এই প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস।ভোটের লড়াই, এবার নেটের ময়দানে। ভোট ঘোষণা হতে বাকি এখনও কিছু দিন। তার আগেই নেটে’র লড়াইয়ে জমজমাট সোশ্যাল মিডিয়া। গত কয়েক মাস ধরেই লড়াই চলছিল বিজেপি বনাম তৃণমূলের মধ্যে। জাতীয় রাজনীতিতে অবশ্য সব দলই জোর দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিহার বিধানসভা জিতে নেওয়ার পরে ইতিমধ্যেই বিজেপি শুরু করে দিয়েছে তাদের নেট ক্যাচলাইন #battleforbengal2021। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে, কেন্দ্রের একাধিক জন বিরোধী নীতির বিরোধিতা করে লাগাতার প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। তবে গত চারদিনে নেটের লড়াইয়ে ট্রেন্ডিং হয়ে গেছে শুভেন্দু অধিকারী। তিনি নিজে সরাসরি ফেসবুক বা ট্যুইটারে পোস্ট না করলেও তাঁর একাধিক ফ্যান পেজ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। যেখানে ইতিমধ্যেই কয়েক হাজার “দাদার অনুগামী” প্রতিদিন যোগদান শুরু করে দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #digital

আরো দেখুন