দেশ বিভাগে ফিরে যান

এবার এনডিএ ছাড়ল রাজস্থানের দল আরএলপি, দাঁড়ালো কৃষকদের পাশে

December 26, 2020 | < 1 min read

কৃষক আন্দোলনে চাপে পড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। রাজস্থানে বিজেপির জোটসঙ্গী, এনডিএ-র শরিক দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) গেরুয়া শিবির ছেড়ে বেরিয়ে এল। শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করলেন দলের সুপ্রিমো হনুমান বেনিওয়াল। এর আগে পঞ্জাবের শিরোমনি অকালি দলও এনডিএ-র সঙ্গ ছেড়েছে।

লোকসভার সাংসদ বেনিওয়াল শনিবার জানিয়েছেন, ‘‘কৃষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এমন কোনও শক্তির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে পারব না।’’ রাজস্থানের আলওয়ার জেলায় একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ঘোষণা করেছেন। উল্লেখ্য, বেনিওয়াল রাজস্থানের একজন সাংসদও।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে বিভক্ত হয়ে নিজের দল তৈরি করেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তিনি এনডিএ-তে যুক্ত হন। কিন্তু আগাগোড়াই তিনি নয়া কৃষি আইনের বিরোধিতা করে আসছিলেন।

কৃষি আইন নিয়ে বিরোধিতার জেরে পঞ্জাবের শিরোমনি অকালি দল এনডিএ-এর সঙ্গ ছেড়েছে। এ বার সেই তালিকায় রাজস্থানের একটি দলও যুক্ত হল। অন্য দিকে, কৃষকরা নতুন করে কেন্দ্রের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন। সিংঘু সীমান্তে শনিবার নিজেদের মধ্যে বৈঠকের পর তাঁরা জানিয়েছেন, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৯ ডিসেম্বর তাঁরা কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসবেন। তবে আলোচনার মূল আলোচ্য বিষয় থাকবে তিনটি কৃষি আইনের প্রত্যাহার।

কিন্তু নয়া কৃষি আইন নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছে কেন্দ্রও। বারবার একাধিক ভাষণে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী— সকলেই কৃষি আইনে পরিবর্তনের ফলে কৃষকদের কী সুবিধা হতে পারে, তা তুলে ধধরতে চেষ্টা করেছেন। কিন্তু তাতে বরফ গলেনি। তার মধ্যে এ বার ধীরে ধীরে চাপ বাড়ছে শরিকদের তরফেও।  

TwitterFacebookWhatsAppEmailShare

##FarmerProtest, #NDA, ##RLP

আরো দেখুন