টিকা নেওয়ার সাতদিন পরেই করোনা আক্রান্ত মার্কিন নার্স
ভারতের পর এবার আমেরিকা (USA)। টিকা নেওয়ার পরও করোনায় (Corona) আক্রান্ত হলেন এক নার্স (Nurse)। ঘটনাটি ক্যালিফোর্নিয়ার। সংক্রামিত হওয়ার পর নিজেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন ম্যাথু ডাবলু নামে ওই ব্যক্তি। শহরের দু’টি হাসপাতালে কাজ করেন তিনি। ম্যাথু বলেন, ১৮ ডিসেম্বর তিনি ফাইজারের (Pfizer) টিকা নিয়েছিলেন। এরপর ক্রিসমাসের দিন কোভিড ওয়ার্ডে তাঁর ডিউটি পড়েছিল। কাজ সেরে ফেরার পর জ্বর আসে। সেইসঙ্গে পেশিতে ব্যথা ও ক্লান্তিভাবও দেখা দেয়। হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।
ম্যাথু ওই পোস্ট করার পরই বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সান দিয়াগোর ফ্যামিলি হেল্থ সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান রামারস। তিনি বলেন, ভ্যাকসিন শরীরে প্রবেশ করার পর প্রতিরোধ গড়ে তুলতে ১০ থেকে ১৪ দিন লেগে যায়। টিকার প্রথম ডোজের পর করোনার বিরুদ্ধে ৫০ শতাংশ এবং দ্বিতীয় ডোজের পর ৯৫ শতাংশ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। ক্লিনিক্যাল ট্রায়ালেই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। তাই ম্যাথুর আক্রান্ত হওয়ার বিষয়টি একেবারেই অপ্রত্যাশিত নয়। প্রসঙ্গত, এর আগে টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত হন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।
এদিকে, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ এখনও সামলে ওঠা যায়নি। এরই মধ্যে ভাইরাসের নতুন স্ট্রেইন বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সম্প্রতি মার্কিন মুলুকে এক ব্যক্তির শরীরেও করোনার নয়া স্ট্রেইন মিলেছে। কিন্তু চিন্তার বিষয় হল, কলোরাডোর বাসিন্দা ওই আক্রান্তের কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। তা সত্ত্বেও ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন স্ট্রেইনে তিনি কীভাবে আক্রান্ত হলেন, তা হন্যে হয়ে খুঁজছেন স্বাস্থ্যকর্তারা।