জুকো উপত্যকা জ্বলছে দাবানলে
ভয়াবহ দাবানলে জ্বলছে নাগাল্যান্ড-মণিপুর সীমানার(NagalandManipurBorder) জুকো উপত্যকা(DzukouValley)। আগুন গিলে খাচ্ছে পাহাড়ি বনাঞ্চল। দাবানলের জেরে গত কয়েকদিনে পুড়ে শেষ বিস্তীর্ণ অঞ্চলের বনাণী। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। লেলিহান শিখা এগিয়ে চলেছে মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আসোর দিকে। আগুন নিয়ন্ত্রণে আনতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চেয়েছে মণিপুর সরকার। শুক্রবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের(Biren Singh) সঙ্গে দাবানল পরিস্থিতি নিয়ে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(AmitShah)। কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি।
সেনাপতি জেলার বনদপ্তরের এক অফিসার বলেন, নাগাল্যান্ডের দিকে গত ২৮ ডিসেম্বর সম্ভবত দাবানলের সূত্রপাত। সীমানা এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের কাছ থেকে এই তথ্য জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে মণিপুরের দিকে চলে আসে আগুন। কীভাবে অরণ্যভূমিতে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। বনদপ্তর ও দমকল আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। সাহায্য করছেন স্থানীয়রা। তবে দুর্গম পাহাড়ি এলাকা ও ঝোড়ো হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের মুখ্যসচিব ও অন্য পদস্থ কর্তাদের নিয়ে ইতিমধ্যেই আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।