ফিরছেন মমতাই – বলছে ওপিনিয়ন পোল
বিধানসভা ভোট যখন আসন্ন। বিভিন্ন সুত্র থেকে উঠে আসছে বিভিন্ন সম্ভাবনার কথা। উঠে আসছে তৃণমূলের প্রত্যাবর্তনের পাশাপাশি বিজেপির সরকার গড়ার কথাও। এই মুহূর্তে দাঁড়িয়ে একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে একমাস ধরে করানো হয় এই সমীক্ষা।
সমীক্ষায় পাঁচটি প্রশ্ন রাখা হয়। প্রশ্নগুলি হল, এই মুহূর্তে দেশে নির্বাচন হলে, আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে ভোট দেবেন, এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন হলে, আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে ভোট দেবেন, আসন্ন নির্বাচনে কে জিতবে এবং সরকার গঠন করবে বলে আপনার মনে হয়, এনাদের মধ্যে কে সবথেকে বেশি বাংলার মানুষের প্রয়োজন,আকাঙ্ক্ষা এবং সমস্যার কথা বোঝেন ও বঙ্গ বিজেপির পক্ষ থেকে সবচেয়ে যোগ্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে পারেন।
দেখে নেওয়া যাক, প্রায় ১ লক্ষ বাংলার মানুষ কী উত্তর দিলেন, এই প্রশ্নে?
প্রশ্ন ১. এই মুহূর্তে দেশে নির্বাচন হলে, আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে ভোট দেবেন?
ক. নরেন্দ্র মোদী – ৬৮%
খ. রাহুল গান্ধী – ১৫%
গ. মমতা বন্দ্যোপাধ্যায় – ৯%
ঘ. অরবিন্দ কেজরিওয়াল – ২%
ঙ. নীতিশ কুমার – ৫%
চ. অন্যান্য – ১%
প্রশ্ন ২. এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন হলে, আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে ভোট দেবেন?
ক. মমতা বন্দ্যোপাধ্যায় – ৭৯%
খ. মুকুল রায় – ৫%
গ. দিলীপ ঘোষ – ১১%
ঘ. সুজন চক্রবর্তী – ৩%
ঙ. অন্যান্য – ২%
প্রশ্ন ৩. আসন্ন নির্বাচনে কে জিতবে এবং সরকার গঠন করবে বলে আপনার মনে হয়?
ক) তৃণমূল বড় মার্জিনে জয়ী হবে – ৫১%
খ) তৃণমূল কম মার্জিনে জয়ী হবে – ২৩%
গ) বিজেপি বড় মার্জিনে জয়ী হবে – ১৫%
ঘ) বিজেপি কম মার্জিনে জয়ী হবে – ১০%
ঙ) কংগ্রেস/সিপিএম জয়ী হবে – ১%
প্রশ্ন ৪. এনাদের মধ্যে কে সবথেকে বেশি বাংলার মানুষের প্রয়োজন,আকাঙ্ক্ষা এবং সমস্যার কথা বোঝেন?
ক. মমতা বন্দ্যোপাধ্যায় – ৫৩%
খ. নরেন্দ্র মোদী – ১৮%
গ. মুকুল রায় – ৬%
ঘ. দিলীপ ঘোষ – ১৩%
ঙ. সুজন চক্রবর্তী – ২%
চ. অন্যান্য – ৮%
প্রশ্ন ৫. বঙ্গ বিজেপির পক্ষ থেকে সবচেয়ে যোগ্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে পারেন?
ক. রাহুল সিনহা – ৮%
খ. তথাগত রায় – ৬%
গ. বাবুল সুপ্রিয় – ১৪%
ঘ. মুকুল রায় – ১৪%
ঙ. দিলীপ ঘোষ – ১৭%
চ. এদের মধ্যে কেউ না – ৪১%
এই সমীক্ষা থেকে পরিষ্কার যে আগামী বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ মানুষ আস্থা রাখছেন মমতার ওপর। মুখ্যমন্ত্রী হিসেবেও বাংলার মানুষের ভরসা দিদিই।