আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

করোনার কারণে পিছলো গ্র্যামি পুরস্কার

January 7, 2021 | < 1 min read

নতুন করে করোনার প্রকোপ শুরু হয়েছে লস এঞ্জেলসে। এই অবস্থায় গ্র্যামি পুরস্কারের (Grammy Awards) দিনক্ষণ পিছিয়ে দিল আয়োজক সংস্থা দ্য রেকডিং অ্যাকাডেমি। সংস্থার পক্ষ থেকে চলতি মাসের ৩১ তারিখে এই পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার সংস্থা জানিয়েছে, ১৪ মার্চ এই পুরস্কার দেওয়া হবে। সঙ্গীত জগতের অস্কার বলে মানা হয় গ্র্যামিকে। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাদের সঞ্চালক এবং অনুষ্ঠানে যাঁরা উপস্থিত থাকবেন— সকলের সঙ্গে আলোচনা করে ৬৩তম গ্র্যামি পুরস্কারের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে, নতুন ধরনের করোনার সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিবেশী বাংলাদেশে। সেখানে করোনার নতুন ৩০ ধরনের প্রকারভেদ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। এরমধ্যে ছ’টি একেবারেই নতুন বলে জানানো হয়েছে। অন্যদিকে, বুধবার থেকে নেদারল্যান্ডসে টিকাকরণ শুরু হয়ে গেল। ইউরোপীয় ইউনিয়নের শেষ দেশ হিসেবে টিকাকরণ কর্মূসূচি শুরু করল এই দেশ। আমস্টারডাম থেকে ১২০ কিলোমিটার দূরের ভেগেল শহরের এক নার্স ফাইজার-বায়োএনটেকের প্রথম টিকাটি নেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Virus, #Grammy Award

আরো দেখুন