কলকাতা বিভাগে ফিরে যান

আজ শুরু চলচ্চিত্র উৎসব উদ্বোধনী ছবি দেখতে লাগবে না টিকিট

January 8, 2021 | < 1 min read

আজ শুক্রবার, ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata Film Festival 2021) সূচনা হচ্ছে। তবে এবছর প্রেক্ষিতটা ভিন্ন। সরকারে আসার পর থেকেই এই উৎসবকে নন্দনের ঘেরাটোপ থেকে বের করে আমজনতার উৎসবে পরিণত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অমিতাভ বচ্চন, শাহরুখ খান সহ বলিউডের নামজাদা সেলিব্রিটিদের এনে প্রত্যেক বছরই তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান শহরবাসীকে উপহার দিয়ে এসেছিলেন তিনি। এবছর অতিমারী আবহে বর্ণাঢ্য অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। এমনিতেই নভেম্বরের নির্দিষ্ট দিনের বদলে উৎসব সরিয়ে নিয়ে আসা হয়েছে জানুয়ারিতে। নবান্ন থেকেই ২৬তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি মুম্বই থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহরুখ খান। সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবি দেখিয়ে এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে।

এই ছবিটি দেখার জন্য কোনও টিকিট বুক করতে হচ্ছে না। উৎসব চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। তবে, অতিমারী আবহেও শহরে এই উৎসব নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ করা যাচ্ছে। এবছর ছবি দেখার জন্য কোনও প্রবেশমূল্য লাগছে না। যেহেতু অতিমারী আবহে প্রেক্ষাগৃহে মাত্র ৫০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। তাই টিকিট কাটতে না হলেও আসন সংরক্ষণ করতে হচ্ছে অনলাইনে। যাদের কাছে স্মার্ট ফোন নেই, তাদের সুবিধার্থে প্রেক্ষাগৃহের বাইরে অস্থায়ী কাউন্টার খোলা হয়েছে। শনিবারের আসন সংরক্ষণ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় দেড় হাজার আসন সংরক্ষণ করা হয়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#KIFF2021

আরো দেখুন