দেশ বিভাগে ফিরে যান

দুই প্রাপ্তবয়স্কের বিবাহিত জীবনে নাক গলানো যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

January 10, 2021 | < 1 min read

দুই প্রাপ্তবয়স্ক যদি স্বেচ্ছায় একসঙ্গে শান্তিতে জীবনযাপন করে তাতে নাক গলানোর অধিকার নেই কারও, জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। সম্প্রতি শাইস্তা পারভিন ওরফে সঙ্গীতা এবং তাঁর মুসলিম স্বামী হাইকোর্টে লিখিত আবেদন করে জানিয়েছিলেন, পরিবারের কাছে তাঁরা হেনস্থা হচ্ছেন। এ নিয়ে বিচারপতি সরল শ্রীবাস্তব বলেন, ‘আদালত আগে অনেকবার বলেছে, দুই প্রাপ্তবয়স্কের একসঙ্গে শান্তিপূর্ণ জীবনযাত্রায় নাক গলানোর এক্তিয়ার কারও নেই।’ সঙ্গীতা স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত নেন এবং ধর্মান্তরকরণের পরে মুসলিম ব্যক্তিকে বিয়ে করেন।

এলাহাবাদ উচ্চ আদালত (Allahabad High Court) আরও জানিয়েছে, যদি সন্তানের ভিন্ন ধর্মে বিবাহে বাবা-মায়ের আপত্তি থাকে, তবে তাঁরা বড়জোর সন্তানদের সঙ্গে সামাজিক বন্ধন ত্যাগ করতে পারেন। কিন্তু তাঁদের বিবাহিত জীবনে হস্তক্ষেপ নৈব নৈব চ। উত্তরপ্রদেশে লাভ-জেহাদ (Love Jihad) বিরোধী আইন চালু হওয়ার পর এই রায় যেন আরও বেশি তাৎপর্য বয়ে আনছে। সাম্প্রতিক কালে এই নিয়ে ভিন্ন ধর্মে বিয়ে আটকাতে অতি সক্রিয় হতে দেখা গেছে যোগীর পুলিশকে। তা নিয়ে প্রতিবাদও হয়েছে। শ’খানেক প্রাক্তন আমলা যোগী আদিত্যনাথকে চিঠি লিখে সংবিধানের পাঠ নতুন করে পড়ার নির্দেশ দিয়েছেন।    

TwitterFacebookWhatsAppEmailShare

#Allahabad High Court

আরো দেখুন