শাস্ত্রীর স্লোগান স্মরণ করিয়ে কৃষি আইন বাতিলের ডাক মমতার
আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুদিন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লাল বাহাদুর শাস্ত্রীর (Lal Bahadur Shastri) সেই বিখ্যাত স্লোগান মনে করিয়ে দেন যেখানে তিনি বলেছিলেন, জয় জওয়ান, জয় কিষান (Jai Jawan, Jai kisan)। পাশাপাশি তিনি আবার দাবি জানিয়েছেন কৃষক-বিরোধী আইন প্রত্যাহার করা হোক।
ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও লেখেন, আমরা গর্বিত আমাদের কৃষক ভাই ও বোনদের নিয়ে।
প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশনে গায়ের জোরে পাস করানো হয় তিন কৃষক বিরোধী কৃষি আইন (Farm Laws)। এর প্রতিবাদে গত বছর ২৫শে নভেম্বর থেকে দিল্লির সিঙ্ঘু সীমান্তে চলছে কৃষকদের লাগাতার আন্দোলন। এর মাঝে বেশ কয়েকবার কেন্দ্রের শাসকদলের সঙ্গে আলোচনা হলেও কেন্দ্রের জেদী মনোভাবের ফলে ভেস্তে যায় বৈঠক। কৃষকদের সাফ দাবী এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত চলবে আন্দোলন।
আন্দোলনরত কৃষকদের কাছে দুবার তৃণমূলের প্রতিনিধিদল মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে গেছিল। মুখ্যমন্ত্রীও ফোনে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন।