স্বামীজির ছবিতে বিজেপির প্রতীক
চুঁচুড়া ঘড়ির মোড়ে বিজেপির স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন অনুষ্ঠানকে (swami vivekananda birth anniversary) ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। শহরবাসীদের একাংশের অভিযোগ, ওই অনুষ্ঠানে বিজেপির নির্বাচনী প্রতীক সহ স্বামী বিবেকানন্দের ছবি রাখা হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। এর আগে বীরভূমে বরেণ্য ব্যক্তিত্বদের ছবির উপরে বিজেপির সর্বভারতীয় নেতানেত্রীদের ছবি দিয়ে প্রচার করা হয়েছিল। সেটা নিয়ে রাজ্যব্যাপী বিতর্ক হয়। এবার স্বামীজির ছবিতে বিজেপির প্রতীক ব্যবহার করা হল! তাই গেরুয়া শিবিরের মানসিকতা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।
এই বিষয়ে বিজেপি (BJP) যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুরেশ সাউ বলেন, অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে থাকতে পারে। মানুষের ভাবাবেগে আঘাত করার কোনও ইচ্ছে আমাদের নেই। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, বিজেপি নেতারা স্বামীজিকে যে ভোট প্রচারে ব্যবহার করছেন ফের তার প্রমাণ পাওয়া গেল