রাজ্য বিভাগে ফিরে যান

রাজনৈতিক চাপে পড়ে বিজেপিকে বাংলায় ১০০র বেশি আসন দিল সি-ভোটারের সমীক্ষা? বাড়ছে জল্পনা

January 18, 2021 | 2 min read

কিছু দিন আগে একটি খবর সামনে আসে। এক জনপ্রিয় বাংলা খবরের চ্যানেল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ওপিনিয়ন পোল করার বিজ্ঞাপন দেখানোর পরেও, নির্ধারিত দিনে ওপিনিয়ন পোলের অনুষ্ঠানটি সম্প্রচার করেনি। একটি অতি পরিচিত সর্বভারতীয় সংস্থা ‘সি ভোটার’ (C Voter) এই সমীক্ষা করেছে বলে প্রচার করা হয় চ্যানেলের তরফে।

গোপন সূত্রের খবর, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election) হলে তৃণমূল (AITC) পাবে ২০০টির সামান্য বেশি আসন, বিজেপি (BJP) পেতে পারে ৮৫- ৯০ আসন আর ৮-১০টা আসন বাম-কংগ্রেস (Left- Congress) জোটের ঝুলিতে যাবে।

সি ভোটার তাদের সমীক্ষার ফলাফল নির্ধারিত দিনে দিয়ে দিলেও চ্যানেল তা সম্প্রচার করেনি। পরবর্তীতে জানা যায়, যে চ্যানেল যাতে এই সমীক্ষার ফলাফল সম্প্রচার না করে সেইজন্যে দিল্লি থেকে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতার অফিস থেকে ফোন করে চাপসৃষ্টি করা হয়।

অবশেষে আজ সম্প্রচার করা হল সেই ওপিনিয়ন পোল। কিন্তু মজার বিষয় সি ভোটারের দেওয়া রিপোর্টের থেকে অনেকটাই আলাদা সেই ফলাফল।

চ্যানেলের সম্প্রচার করা আজকের ওপিনিয়ন পোল অনুযায়ী এই মূহুর্তে রাজ্যে নির্বাচণ হলে তৃণমূল পাবে ১৫৪- ১৬২ টি আসন (৪৩%)। আর বিজেপি পাবে ৯৮-১০৬ টি আসন (৩৮%)। বাম-কংগ্রেস জোট পেতে পারে ২৬- ৩৪ টি আসন (১২%)। আর বাকিরা ২- ৬ টি আসন। এই একই সার্ভে আবার বলছে, ৭৫% লোক মমতা ব্যানার্জীর কাজে কমবেশী সন্তুষ্ট।

বলাই বাহুল্য এর সাথে কোন মিল নেই সি ভোটারের দেওয়া সমীক্ষার ফলাফলের। এখন প্রশ্ন উঠছে তাহলে কি চাপে পড়েই বিজেপিকে ১০০- র বেশি আসন দিতে হল এই জনপ্রিয় সংবাদ মাধ্যমকে। বিজেপি কি আরো একবার সত্যকে প্রভাবিত করতে সক্ষম হল?

উল্লেখ্য, এর আগে ওপিনিয়ন পোলের ফলাফলকে বিকৃত করার জন্যে এই চ্যানেলের সাথে চ্যূক্তি ভেঙেছে অপর জনপ্রিয় ওপিনিয়ন পোল সমীক্ষা করা সংস্থা ‘নিয়েলসন’।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #CVoter, #Congress, #bjp, #tmc, #Cpim

আরো দেখুন