বাংলায় ফের কমল করোনার দৈনিক সংক্রমণ
করোনার বিরুদ্ধে জয়ের পথে ক্রমেই এগিয়ে চলেছে দেশ। এ রাজ্যেও গত কয়েক দিন ধরে পাল্লা দিয়ে কমছে দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। কোভিড-১৯-এর গণ টিকাকরণের তৃতীয় দিন ফের স্বস্তি দিল স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান। জানানো হল ৯৭ শতাংশ মানুষই এই মারণ ভাইরাসকে জয় করতে সফল হয়েছেন।
সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছে ৩৮৯ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। এর মধ্যে কলকাতায় সংক্রমিত ৯০ জন। তবে মহানগরের থেকে অনেকটাই বেশি সংক্রমণ উত্তর ২৪ পরগনায়। ২৪ ঘণ্টায় সেই জেলায় আক্রান্ত ১২৮ জন। যদিও অন্যান্য জেলায় একদিনে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। উত্তরবঙ্গেও অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। বছরের শুরুতে পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়লেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণেই। দার্জিলিংয়েই যেমন গত ২৪ ঘণ্টায় ৭ জনের শরীরে মিলেছে ভাইরাস। সবমিলিয়ে বাংলার মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ৬৫ হাজার ৬৬১ জন। তবে বর্তমানে অ্যাকটিভ কেস অনেকটাই কম। এখন চিকিৎসাধীন করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৯৩ জনে।
স্বস্তি দিয়ে বাড়ছে বাংলায় কোভিডজয়ীর সংখ্যাও। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৫৬৯ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৪৮ হাজার ৭০৫ জন। সুস্থতার হার ৯৭ শতাংশ। তবে মারণ ভাইরাস এখনও প্রাণ কাড়ছে মানুষের। একদিনে ভাইরাসের বলি ১০ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৩ জনের।
করোনাযোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি ভাইরাস রুখতে চলছে টেস্টিংও। বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮৭৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৭৬ লক্ষ ৬৬ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা হয়েছে।