রাজ্য বিভাগে ফিরে যান

মিড ডে মিলের রাঁধুনিরা গোটা বছরই পাবেন ভাতা

January 21, 2021 | < 1 min read

মিড ডে মিলের রাঁধুনি তথা সহায়করা ২০২০-২১ অর্থবর্ষে ১০ মাসের পরিবর্তে ১২ মাসের বেতন পাবেন। মিড ডে মিলের রাজ্য প্রকল্প অধিকর্তার দপ্তর থেকে সমস্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং মিড ডে মিলের সঙ্গে জড়িত আধিকারিকদের তা জানানো হয়েছে। জেলাস্তরে মিড ডে মিলের তদারকি করেন জেলাশাসকরাই। তাঁদের বলা হয়েছে, এই দু’মাসের বাড়তি টাকা যেন মিড মিলের এই কর্মীদের দিয়ে দেওয়া হয়। এই রাঁধুনিরা মাসে ১৫০০ টাকা ভাতা পেয়ে থাকেন। তবে, ১২ মাস যেহেতু স্কুল খোলা থাকে না, তাই এঁদের ১০ মাসের ভাতা দেওয়া হতো। এত কম ভাতা, তাও যদি গোটা বছর না পাওয়া যায়, তাহলে কীভাবে চলবে? সেই প্রশ্ন তুলে ভাতা বাড়ানোর দাবিতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতিও আন্দোলন করেছিল। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন, করোনার সময় এই ভাতা ১২ মাস দেওয়ার দাবি জানিয়েছিলাম। সেই আন্দোলনের জয় হল।

এই ভাতা বাড়ানোর কারণ হিসেবে অবশ্য দু’টি যুক্তি দেখিয়েছে মিড ডে মিল প্রকল্পের (Midday Meal Scheme) দপ্তর। বলা হয়েছে, এ বছর করোনার জেরে স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল প্রকল্প বন্ধ থাকেনি। হয়তো রান্না করা খাবার দেওয়া যায়নি, কিন্তু খাদ্যসামগ্রী নিয়মিতভাবে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর এই কাজ সফল করতে ব্যাপক সাহায্য করেছেন রাঁধুনি তথা সহায়করা। তাছাড়া, গ্রীষ্মের ছুটিতেও মিড ডে মিল দেওয়ার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে রাঁধুনিদের দায়িত্ব বেড়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে, পরের বছরও এই সিদ্ধান্ত বহাল থাকবে কি না, সে ব্যাপারে কিছু বলা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Midday Meal Scheme

আরো দেখুন