আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

বাইডেন-কমলাকে অভিনন্দন জানিয়ে টুইট বিশ্বনেতাদের

January 21, 2021 | 2 min read

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পথচলা শুরু হলো জো বাইডেনের। তাঁর ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঙ্গী হয়েছেন কমলা হ্যারিস। ২০ জানুয়ারি বাইডেন ও কমলা হ্যারিসের অভিষেক দিবসে তাঁদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিশ্বনেতাদের অনেকে।

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো। ম্যাঁখো তাঁর টুইট বার্তায় প্যারিস চুক্তি হিসেবে পরিচিত বিশ্ব জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসাকে স্বাগত জানান। তিনি বলেন, ‘আমরা এক সঙ্গে আছি। আমাদের সময়ে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা আরও শক্তিশালী হব। নিজেদের ভবিষ্যৎ গড়তে আরও শক্তিশালী হব। বিশ্বকে রক্ষায় আমরা আরও শক্তিশালী হব। প্যারিস চুক্তিতে আবারও স্বাগত। এমন বিশেষ দিনে আমেরিকার মানুষের জন্য শুভ কামনা রইল।’  

ওভাল অফিসে স্থানীয় সময় বুধবার বেশ কটি নির্বাহী আদেশে সই করার কথা রয়েছে বাইডেনের। এর মধ্যে পুনরায় প্যারিস চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়টিও রয়েছে। এ বিষয়ে বাইডেনের সই করা একটি বিজ্ঞপ্তি বুধবারই জাতিসংঘে পাঠাতে পারে যুক্তরাষ্ট্র।      

প্রেসিডেন্ট বাইডেনকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক দিবসে জো বাইডেনকে অভিনন্দন। আমরা দুই দেশ মিলে ইতিহাসের বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। কমলা হ্যারিস ও আপনার প্রশাসনের সঙ্গে এই অংশীদারত্ব চালিয়ে যাওয়ার প্রত্যাশায় রয়েছি।’

জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘জো বাইডেন ও কমলা হ্যারিস—ঐতিহাসিক এই অভিষেক দিবসে আপনাদের অভিনন্দন।’ বাইডেনের উদ্দেশে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন আপনার সঙ্গে আমার কয়েক দশকের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে।’

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেওয়ার আগে বিদায় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সদ্য বিদায়ী প্রেসিডেন্টকে স্মরণ করেও টুইট করেন নেতানিয়াহু। ট্রাম্পকে নিয়ে করা টুইটে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরায়েলের জন্য আপনি যা করেছেন সে জন্য আপনাকে ধন্যবাদ। বিশেষ করে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘোষণা এবং ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের শান্তি চুক্তির ব্যাপারে আপনার নেওয়া পদক্ষেপ।’

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও প্রেসিডেন্ট বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফার প্রতিবেদনে বলা হয়, আব্বাস বাইডেনের উদ্দেশে লেখা এক চিঠিতে বলেন, ‘এই অঞ্চল ও সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে আমরা এক সঙ্গে কাজ করব বলে প্রত্যাশা করছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Joe Biden, #kamala harris, #US President

আরো দেখুন