কলকাতা বিভাগে ফিরে যান

করোনা কাঁটা – রেড রোডে কুচকাওয়াজে কাটছাঁট

January 25, 2021 | 2 min read

করোনার(COVID19) কারণে এই প্রথম রেড রোডে(Red Road) সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে(Republic Day Parade) কাটছাঁট করা হচ্ছে। প্যারেড দেখার জন্য আমজনতার প্রবেশাধিকার থাকছে না এবার। কোনও পাশও ইস্যু করা হবে না। এমনকী মাত্র ২০০টি কনটিনজেন্ট এবারের অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ভিভিআইপির সংখ্যাও হাতেগোনা বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে প্রতি বছর রেড রোডে আসেন অসংখ্য মানুষ। দূর-দূরান্ত থেকে আসা লোকজন সকাল থেকেই ভিড় জমান। দর্শকদের প্রবেশের জন্য একাধিক গেট করা হয়। গ্যালারিতে বসে অনুষ্ঠান দেখার ব্যবস্থা থাকে। প্যারেডের পিচ ঢালা রাস্তার দু’ধারে থাকে বাঁশের ব্যারিকেড। দর্শকদের উপর নজরদারির জন্য বাড়তি পুলিস মোতায়েন করা হয়। ওড়ানো হয় ড্রোন ক্যামেরা। এই ব্যবস্থাপনা এবার আর দেখা যাবে না।  এবার প্রথম ছেদ পড়তে চলেছে কুচকাওয়াজের অনুষ্ঠানে। করোনার কারণে ভিড় এড়ানোই লক্ষ্য। সেই কারণেই বাড়তি সতর্ক রাজ্য প্রশাসনের কর্তারা। সিদ্ধান্ত হয়েছে, এবার যাঁরা অনুষ্ঠানে অংশ নেবেন, তাঁদের প্রত্যেককে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। ভিভিআইপিদের বসার জায়গায় নির্দিষ্ট দূরত্ব রাখা হচ্ছে। যে কারণে সিটের সংখ্যা কমেছে। তাই অনুষ্ঠানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ হাতেগোনা কয়েকজন ব্যক্তি উপস্থিত থাকবেন। মূল অনুষ্ঠানস্থলে ভিভিআইপি ছাড়া অন্য কারও প্রবেশাধিকার থাকছে না। দর্শকদের প্রবেশাধিকার না থাকায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বর ও তার সংলগ্ন এলাকা বাঁশ দিয়ে ঘেরা হয়নি। তবে রেড রোড সংলগ্ন রাস্তায় আগের দিন রাতেই ব্যারিকেড লাগানো হবে। ব্যারিকেড টপকে যাতে সাধারণ মানুষ ঢুকতে না পারে, সেকারণে সোমবার রাত থেকেই পুলিস মোতায়েন করা হচ্ছে। পুলিস রাখা হচ্ছে ব্রিগেড মাঠেও। যাতে ওদিক থেকে কেউ ঢুকতে না পারে। টহল দেবে রেডিও ফ্লাইং স্কোয়াড ও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের গাড়ি। জমায়েত দেখলেই সরিয়ে দেবে পুলিস। এর সঙ্গেই মূল অনুষ্ঠানস্থলে থাকছে কমান্ডো। থাকছে ওয়াচ টাওয়ার। নাশকতার ঘটনা আটকাতে অনুষ্ঠানস্থল ও তার আশপাশে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Parade, #covid 19, #Red Road, #Republic Day

আরো দেখুন