রাজ্য বিভাগে ফিরে যান

স্বস্তি! বাংলায় আরও কমল সংক্রমণের হার

January 27, 2021 | < 1 min read

যত দিন যাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যাটাও কমছে। যা বেশ স্বস্তিদায়ক বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত (COVID 19) হয়েছেন ২৯৫ জন। সোমবারের তুলনায় সামান্য বেড়েছে। ওই দিন দৈনিক আক্রান্ত আড়াইশোতে নেমে গিয়েছিল। মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬৮ হাজার ৬৫০।

দৈনিক আক্রান্তের সংখ্যা যেমন স্বস্তি জোগাচ্ছে, তেমনই সংক্রমণের হারও সোমবারের তুলনায় আরও নেমেছে। এ দিন সংক্রমণের হার ১.১৬। যা সোমবার ছিল ১.৩৮ শতাংশ। অন্য দিকে, দৈনিক সুস্থতার চিত্রটাও বেশ ভাল। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৯ জন। ফলে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৪৯১। সুস্থতার হার ৯৭.১৬ শতাংশ।

মৃত্যুর সংখ্যা কমতে কমতে এক অঙ্কে এসে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। মোট মৃতের সংখ্যা ১০ হাজার ১৩১।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৩৬৭ জনের। এ দিন পর্যন্ত মোট ৭৮ লক্ষ ৭৬ হাজার ৮৯৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতা শীর্ষে থাকলেও এ দিন উত্তর ২৪ পরগনা ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৩ জন। সেখানে উত্তর ২৪ পরগনায় ৯১ জন। মোটের উপর সব জেলাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা একটু একটু করে কমছে।

কলকাতায় দৈনিক মৃত্যুর সংখ্যাটাও অনেক কমে গিয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। সেখানে উত্তর ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid-19

আরো দেখুন