দেশ বিভাগে ফিরে যান

ডিজেলে লিটারে ৪ টাকা, পেট্রোলে ২.৫০ টাকা কৃষি সেস নির্মলার – আরও দামি হবে জ্বালানি, মূল্যবৃদ্ধির আশঙ্কা

February 1, 2021 | < 1 min read

আম জনতার আশঙ্কা বাড়িয়ে কেন্দ্রীয় বাজেটে পেট্রোল এবং ডিজেলের উপরে নতুন করে কৃষি সেস চাপালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ পেট্রোলের উপরে লিটার পিছু ২.৫০ টাকা এবং ডিজেলের উপরে লিটার পিছু ৪ টাকা করে কৃষি সেস চাপানো হয়েছে৷ ফলে পেট্রোল ও ডিজেলের দাম যে ফের একপ্রস্থ বাড়তে চলেছে তা বলাই বাহুল্য। মূল্যবৃদ্ধির আশঙ্কাও করছেন অর্থনীতিবিদরা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অবশ্য দাবি, সেস চাপালেও জ্বালানির দাম বাড়বে না৷ কারণ বাজেটে পেট্রোল- ডিজেলের উপরে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন তিনি৷ কৃষি পরিকাঠামো এবং উন্নয়নের (এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকটার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস) নামে পেট্রোল- ডিজেল সহ কয়েকটি পণ্যের উপরে নতুন এই সেস চাপানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী৷ যদিও তাঁর আশ্বাস, ‘এই সেস চাপালেও সাধারণ মানুষের উপরে যাতে অতিরিক্ত বোঝা না চাপে, সেটা আমরা খেয়াল রাখছি৷’

এমনিতেই পেট্রোল- ডিজেলের আগুনে দামে আমজনতার কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷ বাজেটে পেট্রোল- ডিজেলের দাম কমানোর বিষয়ে পদক্ষেপ দূরে থাক, উল্টে নতুন সেস চাপালেন অর্থমন্ত্রী৷ অতিরিক্ত বোঝা না চাপানোর আশ্বাসেও তাই সাধারণ মানুষ নিশ্চিন্ত হতে পারছে না৷

দীর্ঘদিন ধরেই পেট্রোল-ডিজেলের উপরে জিএসটি চাপানোর দাবি জানিয়ে আসছেন পরিবহণ শিল্পের সাথে যুক্ত মানুষ৷ যদিও সেই পথে হাঁটতে নারাজ সরকার৷ কারণ একবার জিএসটি চাপিয়ে দিলে যখন তখন করের হার বাড়িয়ে পেট্রোল- ডিজেলের থেকে রাজকোষ ভরাতে পারবে না সরকার৷

অর্থনীতিবিদদের একাংশ বলছেন, আর্থিক মন্দায় এমনিতেই সরকারের ভাঁড়ার প্রায় শূন্য৷ এই অবস্থায় কোষাগারের ঘাটতি মেটাতে পেট্রোল-ডিজেলের উপরেই কর চাপানোই সরকারের কাছে আয় বৃদ্ধির সহজ পথ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #diesel, #petrol, #Budget 2021

আরো দেখুন