দেশ বিভাগে ফিরে যান

হায় বাক্ স্বাধীনতা! এবার অনলাইন প্ল্যাটফর্মে নিয়ন্ত্রণ আনছে কেন্দ্র

February 10, 2021 | 2 min read

ছবি: সংগৃহিত

বিদেশি নেটফ্লিক্স(Netflix), আমাজন প্রাইম(Amazon Prime) এবং দেশীয় বিভিন্ন জনপ্রিয় ‘ওভার দ্য টপ’ (ওটিটি) অনলাইন প্ল্যাটফর্মের উপর কড়া নিয়ন্ত্রণ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। এই ওটিটি প্ল্যাটফর্মগুলিতে সিনেমা, ওয়েবসিরিজ, তথ্যচিত্রসহ যাবতীয় বিনোদনমূলক অনুষ্ঠানের উপর সরাসরি এখন কোনও সরকারি অথবা স্বশাসিত সংস্থার নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা নেই। বহুদিন ধরেই টেলিভিশন ও সিনেমার মতোই এই প্ল্যাটফর্মগুলিকে সেন্সরশিপ তথা কনটেন্ট রেগুলেশনের আওতায় নিয়ে আসার দাবি উঠেছে। মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছেন, ওটিটি প্ল্যাফর্মগুলির নিয়ন্ত্রণে নির্দিষ্ট নির্দেশিকা প্রায় তৈরি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে। তিনি বলেন, এই প্ল‌্যাটফর্মগুলি নিয়ে নিত্যদিন অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকারের কাছে প্রচুর নালিশ ও ক্ষোভ জমা পড়ছে। সেই ক্ষোভ সামাল দিতেই এগুলিকে নিয়ন্ত্রণ করার পথে অগ্রসর হচ্ছে সরকার। রাজ্যসভায় মঙ্গলবার বিজেপি(BJP) এমপি মহেশ পোদ্দার(Mahesh Poddar) ওটিটিকে(OTT) নিয়ন্ত্রণ করার দাবি তুলে বলেন, ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী অনুষ্ঠান, সিরিজ এখানে প্রদর্শিত হয় বলেই সর্বত্র অভিযোগ। সরকার এ ব্যাপারে কী করছে? এরপরই প্রকাশ জাভরেকর বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই অভিযোগগুলি পেয়েই উদ্যোগী হয়েছি। 
অন্যদিকে শুধুই ওটিটি নয়, আগামীদিনে পোর্টাল ও অনলা‌ইন নিউজ ওয়েবসাইটকেও নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করতে হবে। সরকারের রেজিস্ট্রেশন ছাড়া অনলাইন পোর্টাল চালু করে সংবাদমাধ্যম ঩হিসেবে কাজ করা যাবে না। সরকারের কাছে আবেদন করতে হবে। সেই বিধিনিষেধ ও নিয়মকানুন প্রস্তুতিও শেষ পর্যায়ে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত নানাবিধ ওয়েব সিরিজ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। আদালতেও গড়িয়েছে অভিযোগ। কারণ, দেশের বিভিন্ন প্রান্তে অস্থিরতা তৈরি হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্য‌঩মে। সরকারি সূত্রের খবর, হিংসা, ধর্মীয় উত্তেজনা, অশালীনতার প্রদর্শন, সাম্প্রদায়িক বিভাজন, জাতপাত নিয়ে প্ররোচনা ইত্যাদি স্পর্শকাতর বিষয়গুলি যাতে এই প্ল্যাটফর্মে অবাধে কেউ প্রচার করতে না পারে, সেই লক্ষ্যেই আনা হবে নিয়ন্ত্রণ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#censor, #WebSeries, #OTT, #central Govt

আরো দেখুন