ভোটের জন্য পাঁচতারা হোটেল বুক বিজেপির? বিতর্ক
আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2021) প্রচারে যে কেন্দ্রীয় নেতাদের রাজ্যে এনে রাখবে বিজেপি (BJP), সেটা এতদিনে সকলেই জানে। বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব ও নেতৃত্বের অভাব মেটাতে বহিরাগত নেতারাই ভরসা। কিন্তু এই কেন্দ্রীয় নেতাদের এনে এই দল কোথায় রাখবে সেটা জানতেন কি? না নিশ্চয়ই। সূত্রের খবর অনুযায়ী, কলকাতা শহরের একাধিক পাঁচ তারা হোটেলে ঘর বুক করেছে বিজেপি। এমনকি হেস্টিংসে নতুন অফিস খোলার পরও বঙ্গ বিজেপি তাদের মিডিয়া সেন্টার বানাচ্ছে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে।
এমন ঘটনা এর আগে পশ্চিমবাংলার রাজনীতিতে ঘটতে দেখা যায়নি। রাজনৈতিক দলের পাঁচতারা হোটেলে ঘর বুক করার ঘটনা এই প্রথম না। এর আগে আমেরিকাতে এরকম উদাহরণ আছে। কিন্তু বঙ্গ সংস্কৃতিতে এই রকম ঘটনার আর কোনও নজির নেই। প্রবীণ এক বিজেপি কর্মী দলের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, “এই ঘটনা আরএসএস আদর্শের পরিপন্থী।”
গত সপ্তাহে বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), বীরভূমে যে রথের উদ্বোধন করেন, সেটি ভারত বেঞ্জের গাড়ি দিয়ে তৈরি। ভারত বেঞ্জ একটি জার্মান কোম্পানির শাখা। বোঝাই যাচ্ছে সেই রথও কম বিলাসবহুল নয়। এ যেন হাওয়ায় টাকা ওড়ার মতো ঘটনা। এর আগে বিহারে ভোট পরিচালনার জন্যে বিলাশবহুল হোটেল ভাড়া করেছিল বিজেপি। তারই পুনরাবৃত্তি বাংলায় হচ্ছে।
এই খবর প্রকাশ হতেই আসরে নেমেছে বিরোধী দলগুলি। তাদের দাবি, বিজেপি (BJP) যে বড়লোকের দল তা আবারও প্রমাণিত হল। পাশাপাশি, তারা নির্বাচন কমিশনকে ভোটের আগে এই দলের গতিবিধির ওপর নজর রাখতেও আর্জি জানাবে বলে জানা গেছে। বিরোধীদের মতে, এর আগে কোনও রাজনৈতিক দলকে এত লম্বা সময়ের জন্যে পাঁচতারা হোটেল ভাড়া করতে দেখা যায় নি। এত টাকার উৎসই বা কী, তা নিয়েও উঠছে প্রশ্ন।
তাহলে কি সত্যিই বদলে যাচ্ছে বাংলার সংস্কৃতি! এভাবেই কি বাংলাকে গুজরাট বানাবেন বিজেপি নেতারা!