উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আলিপুরদুয়ারের হারানো মাটি পুনরুদ্ধারে বাড়ি বাড়ি প্রচার তৃণমূলের

February 18, 2021 | < 1 min read

উত্তরবঙ্গের চা বাগান এলাকার জন্য পৃথক প্রচার কর্মসূচি শুরু করল তৃণমূল (Trinamool)। তৃণমূলের আলিপুরদুয়ারের (Alipurduar) পর্যবেক্ষক ঋতব্রত ব্যানার্জির (Ritabrata Banerjee) সঙ্গে স্থানীয় আদিবাসী নেতৃত্ব বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন মমতা সরকারের আমলে হওয়া উন্নয়নের বৃত্তান্ত। বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হচ্ছে হিন্দিতে লেখা ৪ লিফলেট। তার মধ্যে রয়েছে একটি ক্যালেন্ডারও।

চা সুন্দরী প্রকল্প বা বিরসার জন্মদিনে সরকারি ছুটি, চা শ্রমিক (Tea Workers) তথা আদিবাসী সম্প্রদায়ের জন্য মমতা ব্যানার্জির সরকার নিয়েছে একাধিক উদ্যোগ। ন্যূনতম মজুরি বৃদ্ধি, চা বাগানে কৃষি কর ছাড়, বিনামূল্যে রেশন সহ একগুচ্ছ পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ির চা বাগান এলাকায় ব্যাপক প্রচার শুরু করে দিল তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #RITABRATA BANERJEE

আরো দেখুন