রাজ্য বিভাগে ফিরে যান

১২ জনের নির্বাচনী কমিটি গড়ল তৃণমূল

February 27, 2021 | < 1 min read

বিধানসভা নির্বাচনের জন্য ১২ জনের কমিটি গঠন করল তৃণমূল (Trinamool)। শুক্রবার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন (Election Commission)। এদিনই কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, নির্বাচনের জন্য ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সিএম জাটুয়া। এদিকে, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। ওইদিন ভবানীপুর থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রায় নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো। এদিকে, শুক্রবার মুখ্যমন্ত্রীর বাসভবনে পূজার্চনার আয়োজন করা হয়েছিল। পুরোটাই ছিল পারিবারিক বিষয়। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #West Bengal Assembly Election 2021

আরো দেখুন