রাজ্য বিভাগে ফিরে যান

গাজোলে তৃণমূলকে সমর্থন দুই আদিবাসী সংগঠনের

March 8, 2021 | 2 min read

রবিবার মালদহরে গাজোল কলেজ ময়দানে তৃণমূলকে সমর্থন জানিয়ে জনসভা করল আদিবাসীদের সংগঠন ঝাড়খণ্ড দিশম পার্টি এবং আদিবাসী সিঙ্গল অভিযান সংগঠন। আদিবাসী অধ্যুষিত গাজোল বিধানসভা এলাকায় এই জনসমাবেশ কার্যত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কয়েকদিন আগের সমাবেশকে টেক্কা দিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। সমাবেশে তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra) এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) যোগ দেওয়ায় বাড়তি মাত্রা পায়। কাতারে কাতারে আদিবাসী সমর্থকরা কলেজ ময়দানে জমায়েত করে বিজেপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলেন। তবে বিধানসভা ভোটে আদিবাসী সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন দেওয়ায় আদিবাসীদের ভোটব্যাঙ্ক তৃণমূলের ঝুলিতে যে আসবে তা কার্যত এদিন স্পষ্ট হয়ে গিয়েছে। মঞ্চে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাসন্তী বর্মন হাজির না থাকলেও তাঁর সমর্থনেই এদিন ওই জনসমাবেশ হয়।

সমাবেশে আদিবাসীদের মন পেতে বক্তব্যের শুরু থেকেই সাঁওতাল বিদ্রোহ, ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁদের অবদান নিয়ে আদিবাসীদের উৎসাহিত করেন মদন মিত্র। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সাঁওতাল বিদ্রোহ যদি না হতো, তাহলে আজ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারতেন না।

ভারতবর্ষকে স্বাধীন করার যে স্বপ্ন দেখেছিলেন মঙ্গল পান্ডে, তাকে আমরা সেলাম জানাচ্ছি। সাঁওতাল বিদ্রোহ না হলে ব্রিটিশরা ভারত ছেড়ে যেত না। সাঁওতালরাই ব্রিটিশদের তাড়িয়েছেন। কলকাতার ব্রিগেড প্রসঙ্গে ‘মোদি মোদি’র পাল্টা স্লোগান ‘দিদি দিদি’ বলার জন্য গাজোলের মাঠ থেকে আহ্বান জানিয়েছেন মদনবাবু। তিনি বলেন, মোদি নয় দিদি। কারণ, দিদি আপনার ঘরের মেয়ে।

এদিন তৃণমূলের সমর্থনে জনসমাবেশ প্রসঙ্গে ঝাড়খণ্ড দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাঁসদা বলেন, একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমরা সমর্থন করেছি। মমতা আদিবাসীদের জন্য ভাবছেন। সারনা ধর্ম নিয়ে ভাবছেন। কিন্তু বিজেপি দলিতবিরোধী, সারনা ধর্মবিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের রাজ্যে ক্ষমতায় আনতে আমরা একজোট হয়েছি। এদিনের জনসমাবেশ থেকে বিজেপিকে বার্তা দেওয়া হয়েছে।

এদিন গাজোলের সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তৃণমূল সরনা ধর্মের স্বীকৃতির দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু, বিজেপি (BJP) আদিবাসীদের পাশে নেই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীর জন্য অনেক ভেবেছেন। আদিবাসীদের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, আদিবাসীরা একজোট হলে বিজেপি বিধানসভা ভোটে পরাস্ত হবেই। এদিনের মঞ্চে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও আদিবাসী নেতা সালখান মুর্মু উপস্থিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Trinamool Congress, #malda

আরো দেখুন