রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্য ডিজি বদলের এক দিন পরই আক্রান্ত মমতা, প্রশ্নের মুখে কমিশন

March 10, 2021 | < 1 min read

নন্দীগ্রামে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পায়ে চোট লেগেছে মমতার। তাঁর দাবি, চক্রান্ত করেই তাঁকে চার পাঁচ জন মানুষ ধাক্কা মারেন।

আজ নন্দীগ্রামে (Nandigram) থাকার কথা ছিল মমতার। কিন্তু চোট লাগার কারণে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে আসা হয়েছে।

আজ সন্ধ্যাবেলা রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় ধাক্কা নেরে তাঁকে চার-পাঁচজন ফেলে দেয় বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর মাথায়, কপালে এবং পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। তাই প্রচার মাঝপথে বন্ধ রেখেই কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে তাঁকে। গোটা ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা।

বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। সেখানে গাড়ি নিয়ে একাধিক মন্দিরদর্শন সারতে বেরিয়েছিলেন তিনি। সব শেষে রেয়াপাড়ায় যে বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন, সেখানকার রানিচকের একটি মন্দিরে হরিনাম-সঙ্কীর্তন শুনতে যান। সেখান থেকে বেরনোর সময়ই ভিড়ের মধ্যে থেকে তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে।

জানা গিয়েছে, ভিড়ের মধ্যে আচমকা ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। কপালে ও মাথায় আঘাত লাগে তাঁর। আঘাত লাগে বাঁ পায়েও। সেইসময় ঘটনাস্থলে পুলিশের কেউ ছিল না।

প্রসঙ্গত, গতকালই রাজ্য পুলিশের ডিজি বদল করা হয়েছে। নির্বাচনী বিধি বলবৎ থাকায় এখন আইন শৃঙ্খলার দায়িত্বেও নির্বাচন কমিশন। তাই আজকের এই ঘটনায় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nandigram, #Mamata Banerjee

আরো দেখুন