রাজ্য বিভাগে ফিরে যান

আক্রান্ত মমতা, এসএসকেএমে জনরোষের মুখে রাজ্যপাল

March 10, 2021 | < 1 min read

নন্দীগ্রামে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পায়ে চোট লেগেছে মমতার। তাঁর দাবি, চক্রান্ত করেই তাঁকে চার পাঁচ জন মানুষ ধাক্কা মারেন।

তৃণমূল (Trinamool) নেত্রীর মাথায়, কপালে এবং পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। তাই প্রচার মাঝপথে বন্ধ রেখেই কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে তাঁকে। গোটা ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা।

হাসপাতাল সূত্রে খবর, মমতা বন্দোপাধ্যায় পায়ে ও কোমড়ে চোট পেয়েছেন। এসএসকেএম হাসপাতালে তাঁর জন্য তৈরী ৫ সদস্যের মেডিকেল বোর্ডে রয়েছেন, সার্জারি, অর্থোপেডিক, এন্ডোক্রিনোলজি, মেডিসিন ও কার্ডিওলজি বিভাগীয় প্রধানরা।

এদিকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) মমতাকে দেখতে গিয়ে জনরোষের মুখে পড়েন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তাঁকে ঘিরে চলতে থাকে প্রতিবাদ, স্লোগান। ক্ষিপ্ত জনতার প্রতিবাদের ফলে হাসপাতাল ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে যান তিনি।

এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায় এর ওপর আক্রমণের প্রতিবাদে জেলায় জেলায় চলছে বিক্ষোভ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Mamata Banerjee, #sskm hospital, #Nandigram

আরো দেখুন