রাজ্য বিভাগে ফিরে যান

মমতার প্রাণনাশের গভীর চক্রান্ত – কমিশনে জানালো ক্ষুব্ধ তৃণমূল

March 11, 2021 | < 1 min read

নন্দীগ্রাম কাণ্ডে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল (Trinamool)। আজই তৃণমূলের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কার্যলয়ে গিয়ে গতকালের ঘটনার অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, রাজ্যের ডিজিপি বদলের ২৪ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণের এই নিন্দনীয় ঘটনাকে গভীর চক্রান্ত বলেই দলের পক্ষ থেকে দেখা হচ্ছে। এই প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) এবং তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek O’Brien)।

লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে (Election Commission)। সেখানে বলা হয়েছে, রাজ্যের সাথে কোনরকম পরামর্শ না করেই, শুধু বিজেপিকে সুবিধে পাইয়ে দিতে রাতারাতি ডিজিপিকে বদলানো হল। ঠিক তার ২৪ ঘন্টা পরেই মুখ্যমন্ত্রীর ওপর প্রাণহানী হামলা হল। জেড সিকিউরিটি পাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর এইরকম ঘটনা নিতান্তই সাধারণ নয়, বরং পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। এছাড়াও হামলার সময় এসপি বা স্থানীয় পুলিশ কেউই মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার জনিয়ে সেই মূহুর্তে উপস্থিত ছিলেন না। পুরো ঘটনা কাকতালীয় হতে পারে না।

অভিযোগপত্রে আরো লেখা হয়, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণার পর, রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের তাই মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়ভারও তাদেরই। রাজ্যের সুরক্ষার দায়িত্বে থাকা উচ্চ পদস্থ পুলিশদের সরানোর আগে নির্বাচন কমিশনের রাজ্য সরকারের সাথে আলোচনা করা উচিৎ ছিল। কিন্তু তা না করে বিজেপির প্ররোচণায় অপসারণ করা হয়েছে ডিজিপিকে। এই রকম হটকারী সিদ্ধান্তের ফলে রাজ্যের আইন শৃঙ্খলায় খারাপ প্রভাব পড়ছে।

এর পর অভিযোগপত্রে নির্বাচন কমিশনের কাছে পুরো ঘটনার গুরুত্বের সাথে তদন্তের দাবি জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Mamata Banerjee, #Nandigram

আরো দেখুন