রাজ্য বিভাগে ফিরে যান

নন্দীগ্রাম কাণ্ডে আগামীকাল দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল

March 11, 2021 | < 1 min read

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ওপর হওয়া আক্রমণের বিরুদ্ধে তৃণমূলের সাংসদদের এক প্রতিনিধি দল আগামীকাল দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে যাবেন বলে সাংবাদিক বৈঠকে জানালেন পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায় (Saugata Roy), সুব্রত মুখ্যোপাধ্যায় (Subrata Mukherjee) এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়রা (Sudip Banerjee)।

এই প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের (Trinamool) সাংসদ সৌগত রায়, কাকলী ঘোষ দোস্তিদার এবং প্রাক্তন সাংসদ শতাব্দী রায়। ঘটনার প্রতিবাদে কাল কালো ফেট্টি বেঁধেই নির্বাচন কমিশনের কার্যালয়ে যাবেন এই সাংসদরা।

সাংবাদিক বৈঠকে আজ সাংসদ সৌগত রায় জানান, ‘ভোট ঘোষণার পর রাজ্যের আইন শৃঙ্খলার ভার নির্বাচন কমিশনের (Election Commission)। এই অপ্রত্যাশিত ঘটনার দায়ভারও তাদেরই নিতে হবে।’

এছাড়াও এদিন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানান বর্বরোচিত এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বিকেল ৩টে- ৫টা কালো পতাকা হাতে, মুখে কালো কাপড় বেঁধে জেলায় জেলায় পথে নামবে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Election Commision of India, #Nandigram, #Trinamool Congress

আরো দেখুন