রাজ্য বিভাগে ফিরে যান

মমতার ওপর হামলা: দিল্লির নির্বাচন কমিশনে ৮-পাতার দাবি সনদ তৃণমূলের

March 12, 2021 | 2 min read

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় গাফিলতি নিয়ে অভিযোগ জানাতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission Of India) দফতরে তৃণমূলের ৬ সদস্যের এক প্রতিনিধি দল। তৃণমূলের (Trinamool) এই ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায় এবং শান্তনু সেন।

এই ছয় সদস্যের প্রতিনিধি দল ৮-পাতার একটি দাবি সনদ জমা দেন নির্বাচন কমিশনের দপ্তরে। নির্বাচন কমিশনে সাক্ষাতের পরে রাস্তার ওপরেই সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদরা। জানানো হো যে নন্দীগ্রামের (Nandigram) ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে তৃণমূল। অভিযোগ করেছে যে রাজ্যের ডিজি ও এডিজি-কে পরিকল্পিতভাবে সরানো হয়েছে। সৌগত রায় বলেছেন, আগেই হামলার আশঙ্কা করা হয়েছিল। সৌগত রায় আরও বলেন, ‘মমতার আহত হওয়ার পিছনে চক্র রয়েছে। দিলীপ ঘোষ হামলার ইঙ্গিত দিয়েছিলেন। ব্রিগেডে সভায় মোদি বলেছিলেন নন্দীগ্রামে মমতার স্কুটার পড়ে যাবে।’ তিনি বলেছেন, কমিশনের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা হয়েছে।

দেখে নিন সেই ৮-পাতার দাবি সনদটি

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Election Commision of India, #Nandigram, #Trinamool Congress

আরো দেখুন