রাজ্য বিভাগে ফিরে যান

মমতার নন্দীগ্রাম সফর লাইভ দেখেছেন ৩৬ লক্ষেরও বেশি মানুষ

March 13, 2021 | 2 min read

প্রচারের অন্যতম অস্ত্র এখন সোশ্যাল মিডিয়া। সকলের কাছে সহজে নিজের কথা বা দলের কথা পৌঁছে দিতে ভরসা এখন সোশ্যাল মিডিয়ায় লাইভ৷ সেই লাইভ স্ট্রিমিংয়ে নন্দীগ্রামে ‘মমতা বন্দ্যোপাধ্যায় অফিশিয়াল’ পেজ থেকে ভিউজ হয়েছে ৩৬৮০কে। অর্থাৎ ৩৬ লক্ষ ৮০ হাজার। এক কথায় বললে সভা বাদ দিয়ে এই পরিমাণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) লাইভ স্ট্রিমিং দেখেছেন নন্দীগ্রাম থেকে। যার বেশিরভাগই জুড়ে ছিল মন্দির, মাজার ও শহিদ বেদী দর্শন ও শ্রদ্ধা জ্ঞাপন।

প্রসঙ্গত চলতি মাসের ৯ ও ১০ তারিখ নন্দীগ্রামে ছিলেন মমতা বন্দোপাধ্যায়। ১০ মার্চ সন্ধ্যাবেলায় তাঁর পায়ে আঘাত লাগে। তার আগে অবধি মমতার কর্মসূচিতে যা লাইভ ভিউজ হয়েছে তাতে খুশি তৃণমূল (Trinamool)। গত ৯ মার্চ বিকেল তিনটে নাগাদ নন্দীগ্রামে পৌছন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ তিনি নন্দীগ্রাম ছাড়েন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। এই সময়ের মধ্যেই তাঁর ফেসবুক পেজ থেকে লাইভ হয়েছে ২০ বার। যার মধ্যে সভা একবার। সাংবাদিক সম্মেলন ২ বার। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় হলদিয়ায় ৩ বার। বাকি ক্ষেত্রে, ১১ বার লাইভ হয়েছে মন্দির দর্শনে। ১ বার লাইভ হয়েছে পীরস্থান মাজার দর্শনে। ১ বার লাইভ হয়েছে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর সময়। ১ বার লাইভ হয়েছে চায়ের দোকানে জনগণের সাথে কথা বলার সময়ে।

৯ মার্চ নন্দীগ্রামে পৌছে গিয়ে তিনি যখন কর্মী সভা করেন তখন লাইভ ভিউজ ছিল ১ মিলিয়ন বা দশ লক্ষ। ওই দিনে বাকি লাইভ হয় ৯ বার। তার সম্মিলিত লাইভ ভিউজ ছিল ১৪৬৯ কে বা ১৪ লক্ষ ৬৯ হাজার। পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজ থেকে লাইভ হয়েছে ১০ বার। তার সম্মিলিত লাইভ ভিউজ হয়েছে ২২১১ কে বা ২২ লক্ষ ১১ হাজার। তবে ৯ তারিখ সবচেয়ে বেশি ভিউজ হয়েছে চা’য়ের দোকানে চা বানানোর সময়ে। লাইভ ভিউজ ছিল সেই সময় ৩০৪কে অর্থাৎ৩ লক্ষের কিছু বেশি। ১০ তারিখ সবচেয়ে বেশি ভিউ ছিল মনোনয়ন পেশ করতে যাওয়ার সময়ে মমতা বন্দোপাধ্যায়ের পদযাত্রা যখন চলছিল। সেই সময় ভিউজ হয়েছে ৪২৯ কে বা চার লক্ষ ২৯ হাজার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Nandigram

আরো দেখুন