লক্ষ্য ২০০ আসন, প্রার্থী খুঁজতে হিমশিম অবস্থা বঙ্গ বিজেপির
লক্ষ্য ২০০ আসন। তবে প্রথম দু’দফার আসন ঘোষণার পর শনিবার দফায় দফায় দিল্লিতে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক করেও তৃতীয় থেকে অষ্টম দফার প্রার্থী ঘোষণা করতে পারলো না রাজ্য বিজেপি (BJP)। রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, বাকি প্রথম দু’দফার আসন ঘোষণা করতে গিয়ে যে বেগ পেতে হয়েছিল তার চাইতেও বেশি বেগ পেতে হচ্ছে তৃতীয় থেকে অষ্টম দফার ২৩৪টি প্রার্থীর নাম ঘোষণা করতে।
তাই এক কথায় বলা যায়, ২০০ আসন নিয়ে বাংলা জয়ের স্লোগান দিয়ে এখন প্রার্থী নির্বাচন করতে হিমশিম খাচ্ছে বঙ্গ বিজেপি। তাই রাজ্যে নির্বাচন ঘোষণার পর আজ অমিত শাহ রাজ্যে আসছেন, তবে তাও এখনও বিজেপি এর রাজ্যে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলো না। তাই বিজেপির অন্দরে এখন প্রশ্ন উঠেছে, যেখানে তৃণমূল , বামফ্রন্ট তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে সেখানে বিজেপি প্রার্থী তালিকা না পেলে প্রচার করবে কী করে?
প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণাটির আগে বিধানসভা (West Bengal Elections 2021) কেন্দ্রপিছু ৪/৫ জনের নাম এসেছিলে নেত্রত্বের কাছে। তার থেকে চূড়ান্ত প্রার্থীদের নাম বাছাই করে ৬০ জন প্রার্থী তালিকা ঘোষণার পর জেলায় জেলায় সমস্যা রয়েছে প্রার্থীদের নাম নিয়ে। এবার তৃতীয় দিকে অষ্টম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে শনিবার দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন বিজেপি-র কোর কমিটির সদস্য দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়। এই বৈঠকরে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মতো হেভি বেইত নেতারা। তবে তার পরও প্রার্থী তালিকা রুক্ষ হলো না রবিবার।
এই প্রার্থী তালিকা প্রকাশের জন্য শুক্রবার রাতেই দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের দিল্লি পৌঁছে যান। তারপর শনিবার বেলা সাড়ে ১১টা থেকে পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা নিয়ে বৈঠক শুরু হয় জে পি নাড্ডা-র বাড়িতে। সেই বৈঠক চলে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। তারপর আবার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বিজেপি সদর দপ্তরে রাত আটটা নাগাদ বৈঠক শুরু হয়। পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা নিয়ে বৈঠক চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। তারপরও প্রার্থী তালিকা প্রকাশ হয়নি পশ্চিমবঙ্গের বিজেপি ২৩৪ জন প্রার্থীর নাম। সম্ভাবনা রয়েছে রবিবার বা সোমবার তৃতীয় থেকে পঞ্চম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে বিজেপি সূত্রে জানা গেছে।
প্রার্থী তালিকা প্রকাশ করতে মূল সমস্যা হচ্ছে প্রতিটি বিধানসভা থেকে ৪/৫ জন করে প্রার্থীর নাম আসছে। সমস্যা হচ্ছে নতুন ও পুরোনো বিজেপিকে নিয়ে। এছাড়াও রয়েছে সংঘ পরিবার থেকে পাঠানো কিছু প্রার্থীর নাম। ড্রপ বক্সেও এসেছে প্রার্থীর নাম। তাই এই জটিল তালিকা থেকে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হিমশিম খেতে হচ্ছে বিজেপি-র নির্বাচনী কমিটিকে। কারণ সঠিক ভাবে তালিকা থেকে প্রার্থীর নাম বাছাই করে, সবদিক বিবেচনা না করে প্রার্থী তালিকা প্রকাশ করলে তাতে বিধানসভায় কলহ সৃষ্টি হতে পারে। তাই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে সময় লাগছে বলে বিজেপি নেতৃত্বের বক্তব্য। তারা ভাবছেন, সব দিক বিচার না করে প্রার্থী তালিকা প্রকাশ করলে শেষ পর্যন্ত বিজেপির অন্তর্দ্বন্দ্ব ইভিএম-এ ধাক্কা দিতে পারে। সেক্ষেত্রে ২০০ আসনের লক্ষ্যে পৌঁছতে কী বিজেপি পারবে?