রাজ্য বিভাগে ফিরে যান

অমিত শাহর পর এবার প্রায় ফাঁকা নীতিনের সভা

March 15, 2021 | < 1 min read

বিধানসভা ভোটের ঠিক আগে মূহুর্তে সব রাজনৈতিক দলেরই প্রস্তুতি তুঙ্গে। এবার লড়াই মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে। দুই দলই ব্যাপক ভাবে প্রচার চালাচ্ছে। রাজ্যে তৃণমূলের ঘাঁটি যথেষ্টই শক্ত। সেদিক থেকে একদমই আনাড়ি বিজেপি। নতুন করে তাদের ‘ফ্যানবেস’ গড়তে হচ্ছে। এই বিধানসভায় সরকার গড়তে মরিয়া বিজেপি। কেন্দ্রীয় নেতারা প্রায় দৈনিক যাতায়াত করছেন রাজ্যে।

প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের সমর্থন করতে আসছেন দিল্লির হেভিওয়েট নেতারা। কিন্তু তাঁরা মানুষের সমর্থন পাচ্ছেন কি? সভার ছবিগুলো কিন্তু অন্য কথা বলছে।

প্রায় প্রতিটি সভাই থাকছে ফাঁকা। অমিত শাহই বা আদিত্য নাথ যোগী কারো আকর্ষণই সভায় আসন ভরাতে পারছে না।

এমনকি রামনগরের বিজেপি প্রার্থীর সমর্থনে নীতিন গড়কড়ির (Nitin Gadkari) আজকের সভাতেও গোনা গেল মাথা সংখ্যা।

বিজেপির অন্দরমহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই সবগুলিই ভোটবাক্সে মানুষের সমর্থনের পূর্বাভাস নয় তো!

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Nitin Gadkari, #Amit shah

আরো দেখুন