এবার দেওয়াল লিখনেও হুইলচেয়ারে মমতা
সম্প্রতি মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নন্দীগ্রামে আক্রান্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পায়ে ভয়ঙ্কর চোট পান। ভোটের আগে প্ৰিয় নেত্রীর এইরকম দুর্ঘটনায় মনোবল ভেঙে যায় দলের কর্মীদের। সবার মনে হয়েছিল দিদি কি আদৌ প্রচার করতে পারবেন!
কর্মীদের মনোবল ফেরাতে সবাইকে অবাক করেই দু’দিনের মাথাতেই পায়ে প্লাস্টার স্যু পরে ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোনো পরাক্রম নিয়েই। যদিও চলা ফেরা করতে হচ্ছে হুইলচেয়ারেই। তাতে কি! কিছু পরোয়া নেই। হুইলচেয়ারে বসেই নেত্রী হাজরা থেকে মেয়ো পর্যন্ত সেরে ফেললেন পদযাত্রা। স্বভাবতই আবার পুরনো উৎসাহ ফিরে এসেছে দলের কর্মীদের মধ্যে।
নেত্রীর এই লড়াকু স্পৃহাকে কুর্নিশ জানাতেই এবার তৃণমূলের (Trinamool) দেওয়াল লিখনেও হুইলচেয়ারে মমতার (Mamata On Wheelchair) ছবি আঁকলেন দলের কর্মীরা। হুইলচেয়ারে বসে মমতা হাতজোড় করে রাজ্যবাসীর কাছে ভোট চাইছেন বা প্লাস্টার করা পায়েই ফুটবলে লাথি মারছেন। পাশে লেখা ‘খেলা হবে’ স্লোগান।