২৯, ৩০ মার্চ নন্দীগ্রামে মমতার মহা-প্রচার
পরিস্থিতি কোনও নাটকীয় মোড় না-নিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগামী ২৯-৩০ তারিখ শেষদফার প্রচারে নন্দীগ্রাম যেতে চান। প্রসঙ্গত, নন্দীগ্রামে (Nandigram) ভোট দ্বিতীয় পর্যায়ে ১ এপ্রিল। ফলে ভোটের একেবারে আগে আগে নন্দীগ্রামে গিয়ে প্রচার করতে চান মুখ্যমন্ত্রী। তাঁর মুখ্য নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ান জানিয়েছেন, ‘‘তিনি ২৯-৩০ তারিখ নন্দীগ্রামে এসে প্রচারে অংশ নেবেন। আমরা সেভাবেই প্রস্তুতি রাখছি।’’
নন্দীগ্রামে শেষ সফরে তিনি বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। কিন্তু ঘটনার তিনদিন পরেই তিনি হুইলচেয়ারে করে প্রচারে বেরিয়ে পড়েছেন। প্রথমে কলকাতার রাজপথে মিছিলে এবং তার পর জঙ্গলমহলে প্রচার সেরে ফেলেছেন তিনি। বুধবারও তাঁর তাঁর জঙ্গলমহলে প্রচার রয়েছে। দু’টি নির্বাচনী জনসভা সেরে তাঁর কলকাতায় ফিরে বিকেলে তৃণমূলের ইস্তাহার প্রকাশ করার কথা।
জানা গিয়েছে, আগে ঠিক ছিল, মুখ্যমন্ত্রী ১৯ এবং ২০ তারিখে নন্দীগ্রামে প্রচারে যাবেন। কিন্তু সেই সফর পিছিয়ে গিয়েছে। তৃণমূলের অন্দরের খবর, মুখ্যমন্ত্রীর থাকার জন্য যে বাড়িটি নন্দীগ্রামে দেখা হয়েছে, সেটির দোতলার থাকার কথা মুখ্যমন্ত্রী। কিন্তু বাঁ-পায়ের গোড়ালিতে চোটের কারণে মুখ্যমন্ত্রী দোতলায় উঠতে পারবেন না। নন্দীগ্রামের বাড়িটিতে সেই বন্দোবস্ত করা নেই। এত সংক্ষিপ্ত সময়ে তা করা সম্ভবও নয়। তাই সফর পিছিয়ে গেছে মমতার।