বিজেপি হল ভণ্ডামির দোকানদারি, দুর্নীতির আড়ৎদার – কেশিয়ারিতে আক্রমণাত্মক মমতা
একুশের নির্বাচনে প্রচারের ঝড় তুলেছেন মমতা। ভাঙা পায়ে কলকাতায় পদযাত্রা দিয়ে শুরু হয় তাঁর নির্বাচনী কর্মসূচি। এরপর ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাঁর জনসভায় দেখা যায় জনপ্লাবন। আজ মমতা পশ্চিম মেদিনীপুরে। প্রথম পর্যায়ের নির্বাচনের প্রচারে হাতে গুনে দশ দিনও বাকি নেই। তার আগেই জঙ্গলমহলের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছেন মমতা। বার্তা একটাই – ভাঙা পায়েই খেলা হবে।
আজ মমতার জনসভা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, কেশিয়ারি এবং খড়্গপুরে।
লাইভ আপডেট
২:২১: খেলতে হবে, লড়তে হবে, জিততে হবে, গড়তে হবে। বিজেপিকে মাঠের বাইরে বের করে দিতে হবে।
২:২০: এই ভোট দিল্লি নয়, বাংলার ভোট। প্রার্থী না দেখে ভোটটা আমায় দিন। যাতে আমরা সরকার গড়তে পারি।
২:১৭: গরিব মানুষকে খেতে দেয় না, মানুষ যখন লকডাউন এর সময় পায়ে হেঁটে বাড়ি ফিরছিল, তখন কিছু করেনি, এখন এসেছে টাকা দিয়ে ভোট কিনতে।
২:১৪: জবাব তোমায় দিতেই হবে, নয়তো বাংলার পর দেশের গদি থেকেও মানুষ তোমায় সরিয়ে দেবে। খেলা হবে। এই খেলায় যেন মা মাটি মানুষের জয় হয়।
২:১২: মমতা ব্যানার্জি মানুষের পাহারাদার। লড়াই ছেড়ে পালিয়ে যায় না। দুর্দিনে থাকে। আমি আপনাদের ঘরের মেয়ে। আমপানের সময় আমি আপনাদের পাশে ছিলাম। কোভিডের এর সময়েও আমরা সামলেছি। প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমরা টাকা দেব, তোমরা বিনামূল্যে টিকা দিয়ে দাও। ওরা দেয়নি। বিহারে কতো টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কাউকে দেয়নি। ওরা মিথ্যাবাদীর দল, কুৎসার দল, দাঙ্গাকারী দল।
২:১০: আমাকে ওরা অনেক আঘাত করেছে। আমার হাত, কোমর, মাথায় আঘাত করেছে। বাকি ছিল পা। সেখানেও আঘাত করেছে। একটা পায়ের বদলা আমি কোটি কোটি বাংলার মা-বোনেদের আশীর্বাদ নিয়ে আদায় করব।
২:০৯: যারা গান্ধিকে খুন করেছিল তারা আজ কোন মুখে ভোট চায়? ওদের ভোট দেবেন না। আমি বামপন্থীদের বলবো সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। সিপিএম-কংগ্রেস-বিজেপি হল জগাই-মাধাই-গদাই। ওদের করুন বিদায়।
২:০৮: আপনারা তো আগেরবার দীলিপবাবুকে ভোট দিলেন। বিজেপি রাজ্যগুলিতে দলিতদের উপর অত্যাচার হচ্ছে। হাথরসে একটা মেয়েকে রেপ করে আগুনে পুড়িয়ে দিল। আসাম এনআরসি নাম করে কত মানুষকে খুন করল।
২:০৭: বিজেপি বলছে পরিবর্তন করব। আরে ওটা তো আমাদের স্লোগান। টুকলি করছ কেন? নতুন কিছু নেই? বাইরের গুন্ডারা শুধু এলাকায় এলাকায় গিয়ে কুৎসা রটাচ্ছে।
২:০৬: বিজেপি নতুন গেমপ্ল্যান করছে যার নাম এনআরসি আমি সবাইকে বলব অবশ্যই ভোট দিতে। নয়তো ভোটারলিস্ট থেকে আপনাদের নাম কেটে দিয়ে বলবে তুমি বাদ। বিজেপির সার্টিফিকেট কেন লাগবে? কোনো সার্টিফিকেট তোমাদের দেব না। বিজেপি হল দুর্নীতির আড়ৎদার, দাঙ্গাকারী, দুরাচারী। ওদের একটি ভোটও দেবেন না।
২:০৪: আমরা শিক্ষকদের জন্য পদ দ্বিগুণ করব। আবাসিক স্কুল তৈরি করব। ৫ লক্ষ নতুন কর্মসংস্থান করব। গরিবদের জন্য ২৫ লক্ষ নতুন বাড়ি তৈরি করব।
২:০২: মেদিনীপুরে ৬টা Industrial Growth Centre হয়েছে। আরো হবে। আমরা ৩৫ লক্ষ মানুষকে দারিদ্র্যসীমার থেকে উদ্ধার করেছি। আগামীতে আরো করবো। ডাক্তার নার্স প্যারামেডিকেল স্টাফ- এর সংখ্যা দ্বিগুণ হবে।
২:০০: দ্বাদশ শ্রেণীতে উঠলেই পড়ুয়াদের স্মার্টফোন বা ট্যাবলেট এর জন্য ১০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া অষ্টম শ্রেণীতে উঠলেই সবুজসাথী সাইকেল পাবে। আমরা ছাত্র দের নামে ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেবো। কাউকে জামানত দিতে হবে না। জামানত সরকার দেবে।
১:৫৯: দুয়ারে সরকার বছরের ৪ মাস করে হবে। সেই সময়ে দরখাস্ত করবেন, আপনি পরিষেবা পাবেন। আমরা ঠিক করেছি প্রতি পরিবারকে ৫০০ টাকা করে দেব। তপশিলি জাতি জনজাতি পাবেন হাজার টাকা।
১:৫৮: আগামীদিনে আমরা দুয়ারে দুয়ারে রেশন পাঠিয়ে দেব। স্বাস্থ্যসাথী কার্ড তিন বছর পর পর রিনুউ হবে। বছরে ৫ লক্ষ টাকা কভারেজ। আগামীদিনে সকল বিধবা ভাতা পাবেন।
১:৫৭: কন্যাশ্রী সবুজ সাথী, খাদ্য সাথী, স্বাস্থ্যসাথী কে করে দিয়েছে? আমরা করেছি। বাইরের গুন্ডা নয়। বাংলা বাঙালির থাকবে। বিজেপি চায় বাইরের গুন্ডা পাঠিয়ে বাংলা দখল করতে। আপনারা চান সেটা?
১:৫৬: বিজেপি হল ভন্ডামীর দোকানদারি। মিথ্যে কথার ফ্যাক্টরি। শুধু কুৎসা আর অপপ্রচার। এখানকার যিনি সাংসদ কত প্রতিশ্রুতি দিয়েছিল। কিছু করেছে?
১:৫৫: আমি কেশিয়ারিতে অনেকবার এসেছি। এখানে অনেক অন্যায় হয়েছে। একটা জঙ্গলমহল সেতু আপনাদের এখানে অনেক উন্নয়ন করে দিয়েছে। স্কুল কলেজ হসপিটাল অনেক কিছু হয়েছে।