‘বামের ভোট রামে’ গোপন প্রচারে গেরুয়া শিবির
গত লোকসভা ভোট থেকে শুরু হয়েছে। নিজেদের কলজের জোর নেই বলে এবারের বিধানসভা ভোটেও গেরুয়া শিবির ফের সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্নভাবে ‘বামের ভোট রামে’ বলে গোপন প্রচার চালাচ্ছে। বুধবার এই মর্মে বিজেপিকে(BJP) তোপ দাগলেন সংযুক্ত মোর্চা তথা বাম শিবিরের শীর্ষস্থানীয় নেতা বিমান বসু(Biman Bose)। তাঁর বক্তব্যকে পাশে বসে সম্মতি জানিয়েছেন কংগ্রেস(Congress) ও আইএসএফ(ISF) সহ মোর্চার অন্যান্য নেতারাও। বিমানবাবু বলেন, বিজেপির এই ধরনের নোংরা ও অপপ্রচারে কেউ কান দেবেন না। মানুষ তাদের সচেতনতার পরিচয় দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে—আমরা এই আশা করি। গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে তারা মোর্চাকেই এবার বেছে নেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
উল্লেখ্য, এদিনও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নির্বাচনী প্রচারে গিয়ে বাম-কংগ্রেস-আইএসএফ জোটকে একহাত নিয়েছেন। জোটের জন্য সংখ্যালঘু ভোট ভাগাভাগি হওয়ার দরুন শেষপর্যন্ত রাজ্যে এনআরসি-সিএএ কার্যকর হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়ে তোপ দেগেছেন। বর্ষীয়ান বাম নেতা এদিন বলেন, বিজেপির আইটি সেল কিছুদিন ধরে এই ধরনের প্রচার করছে। একইসঙ্গে আমরা খবর পেয়েছি, আরএসএসের তরফেও গোপনে ফিসফাস প্রচার চালানো হচ্ছে। চায়ের দোকানে, বাসে-ট্রেনে, এমনকী নৌকায় যাত্রী সেজে উঠে এই ধরনের প্রচার চালাচ্ছে তারা। অত্যন্ত নোংরা খেলায় নেমেছে বিজেপি। আসলে তারা বুঝে গিয়েছে, অনেক হাঁকডাক করেও ক্ষমতা দখলের স্বপ্ন সফল হবে না। তাই গত লোকসভা ভোটের মতো এবারেও ওরা একই খেলায় নেমেছে।