বিচ্ছিন্ন হিংসা, ইভিএম বিভ্রাট – বাংলায় প্রথম দফার ভোট নির্বিঘ্নেই
নজিরবিহীন নিরাপত্তার মধ্যেই সম্পন্ন হল বাংলার প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। ভোটগ্রহণ হয় ৩০টি কেন্দ্রে। ১০ হাজার ২৮৮ বুথ পাহারায় ছিল ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ৭৩ হাজার আধা সামরিক বাহিনীর জওয়ান। ভোটদানের সময়সীমা ছিল সকাল সাতটা থেকে সন্ধ্যা সাড়ে ছ’টা।
মোটের ওপর আজকের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। যদিও দফায় দফায় বিচ্ছিন্ন হিংসার ঘটনা সামনে এসেছে। অভিযোগ এসেছে ইভিএম বিভ্রাটেরও। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। কিন্তু, সর্বশেষে, নির্বাচন কমিশনের হিসেবে অনুযায়ী পড়েছে ৮১.৩৬% শতাংশ ভোট। এর মধ্যে পুরুলিয়ায় ৭৭.১৩ %, বাঁকুড়ায় ৮০.৯২%, পশ্চিম মেদিনীপুরে ৮৩.৪৫%, ঝাড়গ্রামে ৮৪.৭৪% এবং পূর্ব মেদিনীপুরে ৮৩.৫৬% ভোট পড়েছে।
বাংলার ভোট – লাইভ আপডেট
৪.১৫: কেশিয়াড়িতে গুন্ডামি কেন্দ্রীয় বাহিনীর। গ্রামে ঢুকে সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, ভেঙে দেওয়া হয় এক মহিলার শাখা পলাও
৪.০০: শালবনীতে বিজেপি-সিপিএম সংঘর্ষে আহত ২ সিপিএম সমর্থক ভর্তি হাসপাতালে।
২.৫৩: নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল, শেখ সুফিয়ানের নেতৃত্বে অবস্থান করছে দল। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তারা হামলা চালায়। তিনজন আহত। একজন গুরুতর ভাবে আহত। তাঁকে এসএসকেএম-এ আনা হয়েছে
২.১২: ইভিএমে কারচুপি করা হচ্ছে, তৃণমূল প্রভাবিত অঞ্চলগুলিতে বিকল ইভিএম, অভিযোগ পুরুলিয়ার তৃণমূল প্রার্থীর
২.১০: ছাতনায় তৃণমূলের বুথ কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
২.০৭: গড়বেতায় তৃণমূল সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধেগড়বেতায় তৃণমূল সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
২.০০: নন্দীগ্রামের বয়ালে তৃণমূল কর্মীদের উপরে আক্রমণ বিজেপির। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি।নন্দীগ্রামের বয়ালে তৃণমূল কর্মীদের উপরে আক্রমণ বিজেপির। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি।
১২.৩০: ভগবানপুর বিধানসভা কেন্দ্রে ভোট দিতে দেওয়া হচ্ছে না সাধারণ মহিলাদের।
১২.২৬: খেজুরির উত্তর বোগায় তৃণমূলকর্মীদের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
১২.২৩: খেজুরির উত্তর বোগায় তৃণমূলকর্মীদের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
১২.২০: ছাতনার একটি বুথে তৃণমূল কগ্রেসের প্রার্থী এবং সংবাদমাধ্যমকে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর, উঠছে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
১১.৪২: জুন মালিয়াকে বুথে ঢুকতে বাধা, অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
১১.৪০: মেদিনীপুরে পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ। তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
১১.৩২: মেদিনীপুর সদরে তিনটি বুথ জ্যাম করার অভিযোগ তৃণমূলের
১১.১৬: বাঘমুন্ডি বিধানসভার সোনকুপি প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রায় ২০ মিনিট ধরতে প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।।
১১.১৫: বাঘমুন্ডির ২৪০/২২০ শশ আদর্শ হাইস্কুলে ইভিএম পাল্টে ফের শুরু হল ভোট। ইভিএম খারাপ থাকায় প্রায় দেড় ঘন্টা পর শুরু হয় ভোট। বুথে লম্বা লাইন ভোটারদের
১০.৫১: পটাশপুরে বুথের ১০০ মিটারের মধ্যে কাটারি হাতে বহিরাগত দুস্কৃতীরা। ‘ভোট দিতে এলে কেটে ফেলব”। দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর।
১০.৪১: পশ্চিম মেদিনীপুরের শ্যামনগরের ১৬৭ নম্বর বুথের পোলিং স্টেশনে ঢুকে পড়ল বিজেপি কর্মী-সমর্থকরা। ভোটারদের ভিতরে ঢুকতে না দেওয়ার অভিযোগ। ভোটারদের দাবি, ওই বিজেপি কর্মীদের সাহায্য করছেন প্রিসাইডিং অফিসারও।
১০.৪০: ঝাড়গ্রামে ১৬৩, ১৬৪ নম্বর বুথে তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ সিআরপিএফের বিরুদ্ধে। ভেঙে দেওয়া হয়েছে তাঁদের রাখা টেবিলও।
১০.৩৯: ভগৱানপুরে মহিলা ভোটারদের ভোট দিতে বাধা বিজেপির, নীরব দর্শক কেন্দ্রীয় বাহিনী
১০.০৮: ৫ মিনিটের ব্যবধানে কীভাবে ভোটদানের হার অর্ধেক হয়ে গেল? প্রশ্ন তুলে কমিশনকে তোপ তৃণমূলে
১০.০৬: কাঁথি দক্ষিণের ১২৮ নং বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
৯.৪৯: দক্ষিণ কাঁথি: মাঝনা ৭১ নম্বর বুথে ভোট বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় ভোটারদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া সত্ত্বেও বিজেপিতে ভোট যাচ্ছে।
৯.৩৬: আজ দুপুর ১২টায় কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে যাবে তৃণমূলের একটি সংসদীয় প্রতিনিধি দল।
৯.২৭: সকাল ৯টা পর্যন্ত বাংলায় ৭.৭২% ভোটদান, জানাল নির্বাচন কমিশন
৯.২২: খেজুরির মানসিংবেড়ে দেওয়াল লিখন নিয়ে গণ্ডগোল। বুথের ২০০ মিটারের মধ্যে পোস্টার-দেওয়াল লেখে বিজেপি। নির্বাচন কমিশন মুছে দেওয়া সত্ত্বেও দেওয়ালে লেখা হয়। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী
৯.১৭: কাঁথি দক্ষিণ বিধানসভার ক্ষেত্রমোহন বিদ্যাভবনে চারটি বুথের মধ্যে তিনটি বুথের ইভিএম বিকল। যার জেরে সকাল থেকে লম্বা লাইন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার
৯.০৮: কেশিয়াড়িতে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু – যোগ নেই রাজনীতির, রিপোর্ট জমা নির্বাচন কমিশনে
৯.০৬: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে ৩ নম্বর ওয়ার্ডে ১৭২ নম্বর বুথে নির্বাচনী কেন্দ্রে প্রবেশ বিজেপি কর্মীদের
৯.০২: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে কাশীঝোরায় ৫১ নম্বর বুথে নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৯.০০: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় শ্যামনগরের ১৬৭ নম্বর বুথে নির্বাচনী কেন্দ্রে ঢুকে ভোটদানে বাধা বিজেপি কর্মীদের। প্রিসাইডিং অফিসারও মদত দিচ্ছেন, অভিযোগ তৃণমূলের
৮.৪২: পটাশপুর সংক্রান্ত সব অভিযোগ ভারপ্রাপ্ত আইএএস অফিসারকে জানানো হয়েছে, কারণ আধিকারিকরা ফোন ধরছেন না, জানাল তৃণমূল
৮.৪১: ইভিএম সমস্যায় সতকুই উত্তর শিশু শিক্ষা কেন্দ্রে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ পর্ব
৮.২৭: ‘মানুষের ওপর পূর্ণ আস্থা আছে।’ সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে সংবাদমাধ্যমকে জানালেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া
৮.১০: বান্দোয়ানে নির্বাচনের কাজে গাড়িতে আগুন – মাওবাদী তত্ত্ব খারিজ করে চালক জানালেন তাঁর অসতর্কতার জন্য লেগেছে আগুন। বিড়ি খাওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়, বয়ান চালকের
৮.০০: কাঁথি দক্ষিণ কেন্দ্রে ইভিএম বিকল, বন্ধ ভোট গ্রহণ
৭.৫৮: পুরুলিয়ায় ১৯৪ নম্বর বুথে ইভিএম বিকল
৭.৪৭: পটাশপুরে হিংসার ঘটনা – আজ কমিশনে যাবে তৃণমূল। উল্লেখ্য, গতকালই পটাশপুর, খেজুরি সহ একাধিক জায়গায় হিংসা হতে পারে বলে কমিশনকে জানিয়েছিল তৃণমূল
৭.৪৬: রাতভর পটাশপুরে বোমাবাজি বহিরাগত দুষ্কৃতীদের। হিংসা উপেক্ষা করেই ভোটকেন্দ্রে মানুষের লম্বা লাইন
৭.৩৬: ‘ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করছে তৃণমূল’ মন্তব্য দিলীপ ঘোষের। দিনের শুরুতেই পরাজয়ের আভাস বিজেপি রাজ্য সভাপতির? জল্পনা রাজনৈতিক মহলের
৭.৩৫: শালবনিতে সংযুক্ত মোর্চা প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ মানুষের। ‘খুনি’ প্রার্থীকে প্রত্যাখ্যান বলেই বিক্ষোভ, বলছেন তারা
৭.৩২: ঝাড়গ্রামের ২২২ বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হতে বিলম্ব, যান্ত্রিক গোলযোগ ইভিএমে
৭.২৬: ভোটগ্রহণের শুরুতেই একাধিক জায়গা থেকে ইভিএম খারাপ হওয়ার অভিযোগ আসছে। শালবনি ১৭৯ বুথে, গড়বেতা ১ নম্বর ব্লকের নলপা গ্রামে, পুরুলিয়া শহরের ১৫৪ নম্বর বুথে ইভিএম বিকল।
৭:১৪: খেজুরি ১ নম্বর ব্লকের বীরবন্দ এলাকায় তৃণমূলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
৭:১০: পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলকর্মীদের মারধোর করার অভিযোগ। বিজেপি প্রার্থীর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ঘাসফুল শিবিরের