রাজ্য বিভাগে ফিরে যান

জিএসটি ফাঁকি ফাঁস দেওয়া ব্যবসায়ী ধৃত বিজেপি সাংসদের হোটেলের ঘর থেকে

March 30, 2021 | 2 min read

বাইপাসের ধারে এক নামী হোটেলে বিজেপি (BJP) এমপির ঘর থেকে গ্রেপ্তার জিএসটি ফাঁকিতে অভিযুক্ত এক ব্যবসায়ী। তাও আবার রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোটের দিনেই। ধৃতের নাম অখিলেশ সিং। শনিবার ভোরে ডিরেক্টরেট জেনারেল অব গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইন্টেলিজেন্সের অফিসারদের হাতে তিনি ধরা পড়েন। তাঁর বিরুদ্ধে ভুয়ো বিল জমা দিয়ে ১৫ কোটি টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রের শাসকদলের একাধিক নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ওই ব্যবসায়ীর। কেন্দ্রের শাসকদলের এমপি কি ওই ব্যবসায়ীর আশ্রয়দাতা, সেই প্রশ্নও উঠেছে। রবিবার অখিলেশকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাঁকে আগামী ১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছেন।

আদালত ও জিএসটি (GST) ইন্টেলিজেন্স সূত্রে জানা যাচ্ছে, অখিলেশ সিংয়ের পিচবোর্ডের বাক্সের কারখানা রয়েছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায়। সেই বাক্স তৈরির জন্য বিভিন্ন সামগ্রী কেনার বিল জিএসটি দপ্তরে জমা দেন তিনি। ওই বিল নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে জিএসটি দপ্তর। হাওড়া, কলকাতা সহ বিভিন্ন জায়গার ঠিকানা ছিল সেখানে। দেখা যায়, বিলে উল্লেখ করা বিক্রেতা সংস্থাগুলির বাস্তবে কোনও অস্তিত্ব নেই। অখিলেশবাবুর গোটা কারবার চলে নগদে। ওই বিলের সাহায্যে তিনি সরকারের কাছ থেকে মোট ১৫ কোটি টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়েছেন। ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে।

অখিলেশের খোঁজে কলকাতার বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চালান কেন্দ্রীয় ওই সংস্থার অফিসাররা। এর মধ্যেই সূত্র মারফত দিল্লির জিএসটি দপ্তরের কর্তারা জানতে পারেন, অভিযুক্ত ব্যবসায়ী বিজেপির এক এমপির অত্যন্ত ঘনিষ্ঠ। উত্তরপ্রদেশের ওই সাংসদের বাড়িতেও তাঁর যাতায়াত রয়েছে। তাঁকে ধরে বিষয়টি সামলে নেওয়ার চেষ্টা করছেন অখিলেশ সিং। আধিকারিকদের কাছে এও খবর আসে, শুক্রবার কলকাতার একটি অভিজাত হোটেলে দলের সাংগঠনিক বৈঠক করতে এসেছেন ওই এমপি। সেইমতো ঠিক সময়ে সাদা পোশাকে হোটেলে হাজির ছিলেন অফিসাররা। শুক্রবার সন্ধ্যায় বেলুড়ের আস্তানা থেকে ওই হোটেলে পৌঁছন অখিলেশ। তাঁকে সংসদ সদস্যের ঘরে ঢুকতে দেখা যায়। রাতভর অপেক্ষা করে শনিবার ভোরে ওই রুমে তল্লাশি চালান তদন্তকারীরা। ঘরে উপস্থিত অখিলেশকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দু’টি খালি ব্যাগ মিলেছে।

কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, জেরায় ওই এমপির সঙ্গে দহরম-মহরম স্বীকার করে নিয়েছেন অখিলেশ। অভিযুক্ত ব্যবসায়ীর কালো টাকা সাদা করতেও তিনি সাহায্য করেছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। হোটেলে ওই এমপির সঙ্গে বঙ্গ বিজেপির কয়েকজন নেতা দেখা করে যান বলে অফিসারদের কানে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#GST, #bjp

আরো দেখুন