অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জুমলাই, ভিডিও দেখিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের
‘অমিত শাহ গুলবাজ’। সাংবাদিক বৈঠকে এভাবেই স্বরাষ্ট্র মন্ত্রীকে তীব্ৰ বাণে বিঁধলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। সাংবাদিক বৈঠক শুরু হয় একটি ভিডিও দিয়ে যেখানে অমিত শাহ (Amit Shah) প্রধানমন্ত্রীর ১৫ লক্ষ টাকা দেওয়ার দাবিকে জুমলা বলছেন।
প্রসঙ্গের রেশ টেনে বিজেপির নির্বাচনী ইস্তেহারে মেয়েদের আঠারো বছর হলে ২লক্ষ টাকা দেওয়া, বিধবাদের মাসে তিন হাজার টাকা দেওয়ার ঘোষণাকেও জুমলা বলে কটাক্ষ করেন রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু (Purnendu Basu)।
তিনি বলেন, ‘এই পরিমাণ টাকার যোগান কী তাদের কাছে আছে? এটা কি শুধু এই রাজ্যের জন্যেই নাকি গোটা দেশেই লাঘু হবে, সেটাও পরিষ্কার হওয়া দরকার।’
তিনি এও বলেন, ‘আমরা ক্ষমতায় এলে কেন্দ্র আমাদের এই প্রকল্পগুলির টাকা দিক। আমরা আহ্বান করছি তাদের যৌথ নজর দারীর। কেন্দ্র নজরদারী করুক আমরা সেই টাকার যথাযথ ব্যবহার করছি।’
বিজেপির (BJP) ৭৫ লক্ষ কৃষক পরিবারকে টাকা দেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রাজ্যে ৬৮ লক্ষ কৃষক পরিবার। ৭৫ লক্ষের হিসেব কোথায় পেলেন? বাকি টাকা কী তাহলে বিজেপির নেতাদের পকেটে যাবে!’
মন্ত্রী বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেন, ‘আমরা যেমন আমাদের ১০ বছরের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করেছি, বিজেপিও তাদের ৭ বছরের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করুক। অথবা আমাদের রিপোর্ট কার্ডে কোন রকম ত্রুটি বের করুক।’