আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ

April 9, 2021 | < 1 min read

প্রয়াত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (Prince Philip)। শুক্রবার বাকিংহাম প্যালেসের তরফে এই খবর জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯। বাকিংহাম প্যালেসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার সকালে উইন্ডসর ক্যাসেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। 

সরকারিভাবে ডিউক অফ এডিনবরা হিসেবে পরিচিত ছিলেন। যিনি স্ত্রী’র ৬৯ বছরের রাজ্যপাটে পাশে ছিলেন। যা ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম। সেই সময় কঠোর-দৃঢ় মনোভাবের ব্যক্তি হিসেবে তাঁর পরিচিতি গড়ে উঠেছিল। তবে মাঝেমধ্যে বিভিন্ন মন্তব্যের জন্যে বিতর্কেও জড়িয়েছেন। তাঁর শরীরে অবশ্য রাজ পরিবারের রক্ত বিছে। যিনি গ্রিক রাজ পরিরারে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে নৌবাহিনীতে ছিলেন। ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে রাজতন্ত্রের নতুন কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হয়ে উঠেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী।

প্রিন্স ফিলিপের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন-সহ বিশ্বের তাবড় তাবড় নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #Prince Philip

আরো দেখুন