রাজ্য বিভাগে ফিরে যান

জিতছ জানলে বাংলায় ডেলি প্যাসেঞ্জারি কেন? বসিরহাটে মোদীকে প্রশ্ন মমতার

April 12, 2021 | 3 min read

সামনেই পঞ্চম দফার নির্বাচন। তার আগে প্রচার তুঙ্গে। জেলায় জেলায় প্রচারে ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে সভা মমতার। পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাটেও যাবেন তিনি। কী বার্তা দেন তৃণমূলনেত্রী, শুনতে আগ্রহী গোটা রাজ্য। নদিয়া জেলার রানাঘাটের পাশাপাশি উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট, স্বরূপনগর ও দমদমের জনসভার সব আপডেট শুধুমাত্র দৃষ্টিভঙ্গিতে।

লাইভ আপডেট

২ঃ২৯ঃ সবাই ওদের ভয় পায়। আমি পাইনা তাই আমাকে ওরা মেরে ফেলার ষড়যন্ত্র করে। এরা মানুষের বিপদে থাকবে না । আর ভাবছে ভোট চাইলেই পেয়ে যাবে। একটাও ভোট দেবেন না। 

২ঃ২৮ঃ গ্যাসের দাম ৯০০ টাকা। বলুন ক্যাশ চাই না, গ্যাস চাই। একটা করে ভোট দিন তারপর দেখি এরা দিল্লিতে কি করে থাকে! আগে বাংলায় খেলা হবে, তারপর দিল্লিতে খেলা হবে।

২ঃ২৬ঃ আমাকে শীতলকুচির পরিবারের কাছে যাব। যেতে দিল না। আমিও ভিডিও কলে কথা বললাম। ১৪ তারিখ যাব। এর বিচার হবে। কারা কারা এই হত্যাকান্ডের পরিকল্পনা করেছে।  সিপিএম, কংগ্রেস এদের দালালি করছে। 

২ঃ২৫ঃ নরেন্দ্র মোদী জানে বাংলা না পেলে সম্মান থাকবে না। দিল্লি হাত ছাড়া হয়ে যাবে। তাই এত বাংলা বাংলা করছে। বাংলা মানে রবীন্দ্রনাথ, নজরুল, সর্ব ধর্ম সমন্বয়। 

২ঃ২৪ঃ আমরা রিপোর্ট কার্ড প্রকাশ করেছি। তুমি কি করেছ? মানুষকে ডিটেনশান ক্যাম্পে পাঠাচ্ছ। দাঙ্গা করছ। আমি আম্পান কোভিডের সময় এসেছি। ওরা কোথায় ছিল? এখন ভোটের সময় হিন্দু মুসলমান করছে।

২ঃ২৩ঃ বিজেপির নেতা বলেছে চারজন কেন আটজনকে গুলি কর। পদত্যাগ কর তোমরা। নিজের গাড়ির কাঁচ নিজেই ভাঙছে। ঝাড়খন্ডের ঘটনাকে শীতলকুচি বলে চালাচ্ছে।

২ঃ২১ঃ এতই যখন জিতছ তাহলে বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করছ কেন? দেশ ভুলে বাংলার পেছনে পড়েছ? তুমি ফ্লাইটে যত টাকা খরচা কর সেই টাকায় ১০০ তপশিলিকে টাকা দেওয়া যায়। সমস্ত ক্ষমতার অপব্যবহার করে গুলি চালাচ্ছে! এই গুলির বদলা ভোট বাক্সে নিন।

২ঃ১৯ঃ নরেন্দ্র মোদী বলছে মমতা অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। আর উনি অন্য দেশে গিয়ে ভোটের প্রচার করছেন। আমি মতুয়া বোর্ড করে দিয়েছি। বিজেপি করে দেয়নি।বাংলাকে গুজরাট, উত্তরপ্রদেশ হতে দেব না। হাথরাস ভুলে গেছো? আর এখানে দলিতদের নিয়ে রাজনীতি করছ?

২ঃ১৭ঃ কৃষকরা যারা এখন যারা ৬০০০ টাকা পাচ্ছেন এবার তারা ১০,০০০ টাকা করে পাবেন। প্রান্তিক চাষীরা ৫০০০ টাকা করে পাবেন। কৃষকরা মারা গেলে ২ লক্ষ টাকা করে পান। ছাত্রদের উচ্চ শিক্ষার জন্যে ১০ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড বানিয়ে দেবে আমাদের সরকার। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার ২ কোটি চাকরি খেয়ে নিচ্ছে। আমি এনপিআর, এনআরসি করতে দেব না। আপনারা সবাই নাগরিক।

২ঃ১৫ঃ মৎস্যজীবিদের জন্যেও আমরা ১৩০ কোটি টাকা দিয়েছি। মা বোনেদের হাতে ৫০০-১০০০ টাকা করে তুলে দেব আমরা জিতলে।

২ঃ০৯ঃ আমরা জিতলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে যাবে। ইটভাটা আমি বাঁচিয়ে রেখেছি। আম্পানে ৮ হাজার কোটি টাকা দিয়েছি। বসিরহাট আমি নতুন জেলা করব। ১৭ লক্ষ টাকা দিয়ে বিভূতিভূষনের বাড়ি সংস্কার করেছি। বসিরহাটকে পুলিশ জেলা, স্বাস্থ্য জেলা করেছি। সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, মুরিগঙ্গা সেতু, হাসনাবাদে বনবিবি সেতু করা হয়েছে, খোদাডাঙ্গা ব্রিজ হয়েছে। অনেক রাস্তা হয়েছে। রাস্তায় জেলা জুড়ে ২ হাজার কোটি টাকার কাজ হয়েছে। পানীয় জলের কাজ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ চলছে।

২ঃ০৯ঃ আমার পায়ে চোট করে ভবেছিল আমি বংলা ঘুরতে পারব না। আমি আমার এক পা আর মা বোনেদের দুই পা দিয়ে হাটছি। আমি কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করেছি, কেউ মারা গেলে পোড়াতে না পারলে তাদের দুহাজার টাকা দিয়েছি, স্কুলে যাওয়ার সাইকেল দিয়েছি, বারো ক্লাসে ট্যাবের ১০ হাজার টাকা, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি। তাই আমি তৃণমূলের  হয়ে ভোট চাইছি। বিজেপি কি করেছে? গুন্ডামি, দাঙ্গা, তছরুপ। তাই ভোট নেই।

২ঃ০৮ঃ আমার নামে মিথ্যে কথা রটাচ্ছে। আমি কোন সম্প্রদায় সম্পর্কে আজ অবধি খারাপ কথা বলিনি। আপনি মিথ্যেবাদী, আপনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে থাকা মানায় না।

২ঃ০৭ঃ একজন প্রধানমন্ত্রী ভ্যাঙাচ্ছে প্রকাশ্য সভায়। এরকম প্রধানমন্ত্রী দেখি নি। আমিও ওদের সম্পর্কে অনেক কিছুই জানি। কিন্তু আমি বলার সময় লিমিট রাখি।

২ঃ০৪ঃ অর্থনীতিতে ধস নামছে। রেল, সেল, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে। মানুষকে পুড়িয়ে মারছে। একজন মানুষ তখনই রাজনীতি করতে পারে যখন সমাজ সেবা সম্পর্কে তাদের ধারণা থাকে। যখন তিনি মা বোনেদের সম্মান, তপশিলিদের সম্মান দেন।

২ঃ০৩ঃ গত ১০ এপ্রিলের ভোটকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী সরকার গুলিয়ে চালিয়ে আমার চারটে ভাইকে মেরে দিল। তারপরেও লজ্জা নেই। ক্লিনচিট দিয়ে চলে গেল। এরকম প্রধানমন্ত্রী ভারতবর্ষ দেখে নি। প্রধানমন্ত্রী হতে হলে গণতন্ত্রকে শ্রদ্ধা করতে হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Bashirhat, #Mamata Banerjee

আরো দেখুন