রাজ্য বিভাগে ফিরে যান

দিলীপ, মিঠুনের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তৃণমূলের

April 24, 2021 | 2 min read

নির্বাচন কমিশনের কাছে দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) কড়া শাস্তির দাবি জানাল তৃণমূল। তৃণমূলের সাংবাদিক বৈঠকে আজ বিজেপির (BJP) জনসভার দুটি ছবি এবং দুটি ভিডিও দেখানো হয়। ছবি এবং ভিডিওতে দেখা যায় বহু মানুষ নিয়ে সভা করছেন দিলীপ ঘোষ। অন্য ভিডিওতে হেলিকপ্টার থেকে নামছেন মিঠুন চক্রবর্তী। সেখানেও বহু মানুষের সমাগম।

করোনা (Covid 19) পরিস্থিতি মাথায় রেখে যেখানে ৫০০ জনের বেশি মানুষ নিয়ে সভা করায় নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন, সেখানে এই বিজেপি নেতারা এতো মানুষ নিয়ে জনসভা কেন করছেন সাংবাদিক বৈঠকে এই প্রশ্নই তোলেন তৃণমূল নেতারা। তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে আজ উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন এবং লোকসভা সাংসদ সৌগত রায়।

এদিন সাংবাদিক বৈঠকে দেখানো ছবি এবং ভিডিও সব আজকেরই তোলা বলে দাবি করেন নেতারা। আজ দিলীপ ঘোষ দক্ষিণ দিনাজপুরের কুশুমণ্ডি এবং কুমারগঞ্জে এবং মিঠুন চক্রবর্তী মালদা জেলায় জনসভা করেছেন বলে জানান তৃণমূলের দুই নেতা।

সৌগত রায় (Saugata Roy) বলেন, ‘আমরা কমিশনকে আগেও বলেছি। কিন্তু কমিশন কোন ব্যবস্থা নেয় নি। কারণ তারা বিজেপির কথায় চলছে। আমরা কমিশনকে আবার জানিয়ে এই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছি এবং এঁদের সব সভা বাতিল করার কথা বলেছি।’

মোদী- শাহকে কটাক্ষ করে সাংসদ বলেন, ‘মোদী- শাহ এখানে সভা করে করে করোনা ছড়িয়ে গেল। এখন রাজ্যের জন্যে যখন ভ্যাক্সিন চেয়ে পাঠাচ্ছি তা দিতে পারছে না।’

তিনি আরও অভিযোগ করেন, ‘রাজ্যের তৈরি অক্সিজেন কেন্দ্রের নির্দেশে অন্য রাজ্যে পাঠাতে হচ্ছে। যার ফলে রাজ্যে অক্সিজেনের ঘাটতি হতে পারে। রেমডেসিভির নামক করোনার মূল ওষুধও বাজারে পাওয়া যাচ্ছে না।’

কমিশনের (Election Commission) প্রতি তোপ দেগে সাংসদ বলেন, ‘নেত্রী বার বার আট দফা নির্বাচনের বিরোধীতা করে এসেছেন। করোনার সংক্রমণের ভয় জানা সত্ত্বেও বিজেপিকে সুবিধা দিতে কমিশন আট দফার নির্বাচন ঘোষণা করেছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commision of India, #bjp, #dilip ghosh, #Mithun chakraborty, #Trinamool Congress

আরো দেখুন